এক্সপ্লোর
Advertisement
ধোনির সিএসকে শিবিরে ভাইরাসের থাবা, ভারতীয় দলের বোলার সহ একাধিক স্টাফ করোনা পজিটিভ
সংবাদ সংস্থার খবর, মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ফ্র্যাঞ্চাইজির অন্তত ১০ জন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এঁদের মধ্যে আছেন বর্তমান ভারতীয় সীমিত ওভারের ক্রিকেট দলের একজন বোলার ও সিএসকে-র একাধিক মেম্বার স্টাফ।
নয়াদিল্লি: এবার আইপিএল ২০২০-তেও করোনাভাইরাসের থাবা। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে এবারের আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই)। কিন্তু সেখানেও হানা দিল মারণ ভাইরাস। সংবাদ সংস্থার খবর, মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ফ্র্যাঞ্চাইজির অন্তত ১০ জন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এঁদের মধ্যে আছেন বর্তমান ভারতীয় সীমিত ওভারের ক্রিকেট দলের একজন বোলার ও সিএসকে-র একাধিক মেম্বার স্টাফ। যদিও তাঁদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এঁরা সবাই আইসোলেশনে গিয়েছেন।
বলা হচ্ছে, সম্ভবত, এই কারণেই সিএসকে শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও টিমের অনুশীলন কয়েকটা দিন পিছিয়ে দিয়েছে এবং বাধ্য হয়ে সিএসকে কোয়ারান্টিনের মেয়াদ ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। একটি রিপোর্টে প্রকাশ , গোটা সিএসকে টিমকে শুক্রবার চতুর্থ দফায় করোনা পরীক্ষা করাতে হয়েছে মারণ ভাইরাসের থাবা কতদূর ছড়িয়েছে, তার আঁচ পাওয়ার জন্য। ২১ আগস্ট আমিরশাহি পৌঁছয় সিএসকে। বিসিসিআইয়ের নির্ধারিত প্রটোকল মেনে অনুশীলন শুরুর আগে সব দলকেই তিনবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
আইপিএলের একটি নির্ভরযোগ্য় সূত্র খবরের সত্য়তা স্বীকার করে বলেছে, ঠিকই, একজন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার, সম্প্রতি যিনি ভারতের হয়ে খেলেছেন এবং কয়েকজন স্টাফ মেম্বার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আমি যতদূর জানি, সিএসকে ম্যানেজমেন্টের একেবারে সবচেয়ে সিনিয়র কর্তাদের একজন ও তাঁর স্ত্রী এবং ওদের সোস্য়াল মিডিয়া টিমের অন্তত দুজন সদস্যও করোনা পজিটিভ হয়েছেন।
আজ হওয়া টেস্টের রিপোর্ট জানা যাবে শনিবার, যার অর্থ সিএসকে সবার শেষে অনুশীলনে নামবে, যদিও আমিরশাহি রওনা হওয়ার আগে চেন্নাইয়ে ৬ দিনের প্রস্তুতি শিবির বসেছিল দলের ক্রিকেটারদের নিয়ে। সেখানে ছিলেন এম এস ধোনি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, পীযূষ চাওলা, দীপক চাহার ও বোলিং কোচ বালাজিও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement