এক্সপ্লোর
Advertisement
আইপিএল ২০২০: দেখুন- কোহলির স্লেজিংয়ের জবাব কীভাবে দিলেন মণীশ পান্ডে
ক্রিকেট মাঠে খেলোয়াড়র একে অপরকে স্লেজিং করতে হামেশাই দেখা যায়। বর্তমানে খেলোয়াড়দের ওপর পারফরম্যান্স নিয়ে এতটাই চাপ থাকে যে. স্লেজিং ছাড়া খেলাটাই যেন অসম্পূর্ণ মনে হয়। চলতি আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে এমনই স্লেজিংয়ের ঘটনা দেখা গেল।
কলকাতা: ক্রিকেট মাঠে খেলোয়াড়র একে অপরকে স্লেজিং করতে হামেশাই দেখা যায়। বর্তমানে খেলোয়াড়দের ওপর পারফরম্যান্স নিয়ে এতটাই চাপ থাকে যে. স্লেজিং ছাড়া খেলাটাই যেন অসম্পূর্ণ মনে হয়। চলতি আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে এমনই স্লেজিংয়ের ঘটনা দেখা গেল। আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে সানরাইজার্সের ব্যাটসম্যান মণীশ পান্ডের মনোযোগ ভঙ্গের চেষ্টা করতে দেখা গেল। মণীশ এর কড়া জবাব দিলেন। তবে মুখে নয়, ব্যাটে। আর সেই জবাব এতটাই শক্তিশালী ছিল যে, কোহলির মাঠে দাঁড়িয়ে দেখা ছাড়া অন্য কোনও উপায় ছিল না।
আরসিবি-র ইনিংসের পর হায়দরাবাদ জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সানরাইজার্স। শ্রীবৎস গোস্বামী মহম্মদ সিরাজের বলে কোনও রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ক্রিজে আসেন মণীশ। তাঁকে শুরুতে সতর্কতার সঙ্গে খেলতে দেখা যায়। এরইমধ্যে আরসিবি অধিনায়ক এগিয়ে এসে তাঁর মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য স্লেজিং করেন। ঢিমে শুরু নিয়ে মণীশকে কটাক্ষ করেন কোহলি। এই কটাক্ষের মুখে কোনও জবাব দেননি মণীশ। মহম্মদ সিরাজের ওভারের দ্বিতীয় বলে ওই ঘটনা ঘটে। এরপর ওই ওভারের চতুর্থ বলেই মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন মণীশ সিরাজকে। এভারে বিশাল ছক্কা মেরে কোহলিকেও বিস্মিত করে দেন তিনি।
ওই ম্যাচে ২৪ রান করেন মণীশ। তিনি দ্রুত ফিরলেও দল অবশ্য দুই বল বাকি থাকতেই ১৩২ রানের লক্ষ্যে পৌঁছে জয় পায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement