এক্সপ্লোর
আইপিএল ২০২০ :কোহলির চাপ কমাতে সব ধরনের চেষ্টা করবেন, জানালেন আরসিবি-র নয়া রিক্রুট অ্যারন ফিঞ্চ
বিরাট কোহলির নেতৃত্বে আইপিএলে খেলতে মুখিয়ে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র নয়া রিক্রুক অ্যারন ফিঞ্চ। আইপিএলের আসন্ন মুরশুমে কোহলির দল পরিচালনা ও লড়াকু মনোভাব কাছ থেকে দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন তিনি।
![আইপিএল ২০২০ :কোহলির চাপ কমাতে সব ধরনের চেষ্টা করবেন, জানালেন আরসিবি-র নয়া রিক্রুট অ্যারন ফিঞ্চ IPL 2020:RCB star Aaron Finch says, ready to to everything to take some pressure off Virat Kohli আইপিএল ২০২০ :কোহলির চাপ কমাতে সব ধরনের চেষ্টা করবেন, জানালেন আরসিবি-র নয়া রিক্রুট অ্যারন ফিঞ্চ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/26150914/Aaron-Finch2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিরাট কোহলির নেতৃত্বে আইপিএলে খেলতে মুখিয়ে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র নয়া রিক্রুক অ্যারন ফিঞ্চ। আইপিএলের আসন্ন মুরশুমে কোহলির দল পরিচালনা ও লড়াকু মনোভাব কাছ থেকে দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন তিনি।
২০২০-র আইপিএলের জন্য কলকাতায় ২০১৯-র ডিসেম্বরের নিলামে নাইড রাইডার্সের সঙ্গে দর কষাকষির মাধ্যমে অস্ট্রেলিয়ার অধিনায়ককে ৪.৪ কোটি টাকায় দলে নিয়েছে আরসিবি। আইপিএলে প্রত্যাবর্তনের জন্য অন্যান্য খেলোয়াড়দের মতোই ফিঞ্চকেও দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। এখন সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী আইপিএলে আরসিবি-র হয়ে খেলবেন তিনি।
গত এপ্রিল-মে মাসে আইপিএল হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস অতিমারীর কারণে তা স্থগিত হয়ে যায়। এ বছরের টি ২০ বিশ্বকাপ স্থগিত ঘোষণার পর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট হওয়ার ঘোষণা করেছে বিসিসিআই।
ফিঞ্চ অবশ্য বলেছেন, চিন্নাস্বামীতে ভিড়ে ঠাসা গ্যালারিতে আরসিবি-র হয়ে খেলতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার তা হয়ে উঠল না। তবে সংযুক্ত আরব আমিরশাহীর দর্শকশূণ্য স্টেডিয়ামে এবারের আইপিএল বেশ মজাদার হবে বলে আশা করছেন তিনি।
সংবাদসংস্থাকে ফিঞ্চ বলেছেন, আরসিবি-র হয়ে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির হয়ে এই খেলা অত্যন্ত উপভোগ্য হবে বলেও ধারনা তাঁর। তিনি বলেছেন, চিন্নাস্বামীতে ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলাটা দারুণ হত। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীতে দলের হয়ে খেলতে পারাটাও তাঁর কাছে বড় ব্যাপার।
সাম্প্রতিক অতীতে সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এ বি ডিভিলিয়ার্সের সঙ্গে তাঁর উপস্থিতি আরসিবি শিবিরে নেতৃত্ব সংক্রান্ত গুণমানে বাড়তি সংযোজন বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। সংযুক্ত আরব আমিরশাহীতে ট্রফির খরা কাটিয়ে উঠতে মরিয়া কোহলি। এক্ষেত্রে তাঁর আশেপাশে ফিঞ্চদের মতো অধিনায়কদের উপস্থিতি সহায়ক হবে বলেও মনে করা হচ্ছে।
ফিঞ্চ বলছেন, এবারের আইপিএলে আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলির ওপর চাপ কমাতে তিনি সব ধরণের চেষ্টা করবেন।
অজি হার্ড হিটিং ওপেনার বলেছেন, এই প্রথম কোহলির নেতৃত্বে খেলব। এটা আমার কাছে খুবই আকর্ষণীয় হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ওর বিরুদ্ধে বেশ কয়েক বছর খেলেছি। আইপিএলে দেখতে পাব, ও কীভাবে দল পরিচালনা করে এবং ও কতটা লড়াকু। এটা সামনে থেকে দেখার জন্য মুখিয়ে রয়েছি। দলের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আমি আশাবাদী। বিরাটের ওপর থেকে চাপ কমাতে যা কিছু করার তা আমি করব।
অতিমারীজনিত লকডাউনের কারণে কোহলি এতদিন পর্যন্ত মাঠে অনুশীলনের সুযোগ খুব একটা পাননি। তবে ইনডোর ট্রেনিংয়ের মাধ্যমেই আসন্ন আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারত ও আরসিবি-র অধিনায়ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)