Sanju Samson Fined: স্লো ওভার রেট, পঞ্জাব ম্যাচ জিতেও আর্থিক জরিমানা সঞ্জু স্যামসনের
Sanju Samson Fined: এদিকে মঙ্গলবার রাজস্থান-পঞ্জাব মহানাটকীয় ম্যাচের সাক্ষী রইল দুবাই। ১৯ ওভার পর্যন্ত পিছিয়ে থাকার পর দুরন্ত শেষ ওভারে সব হিসেব বদলে দিল রাজস্থান রয়্যালস।
দুবাই: পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর দল দুর্দান্তভাবে ম্যাচ জিতেছে। কিন্তু এরপরও শাস্তি পেতে হল রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে। নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেননি সঞ্জু। তার জন্য স্লো ওভার রেটের জন্য মোটা অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হল তাঁকে। রাজস্থানের স্লো ওভার রেটের কারণে ক্যাপ্টেন স্যামসনকে ১২ লাখ টাকার জরিমানা করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রত্যেক দলকে ৯০ মিনিটের মধ্যে তাদের ২০ ওভার বল করতে হয়। এর মধ্যে রয়েছে দুটো স্ট্র্যাটেজিক টাইম আউটও। যার সময়সীমা আড়াই মিনিট করে। কিন্তু মঙ্গলবারের ম্যাচে সঞ্জুর দল বোলিং ইনিংস নির্দিষ্ট ৯০ মিনিটের মধ্যে শেষ করতে পারেনি। ফলে রাজস্থান অধিনায়ককে শাস্তির মুখে পড়তে হয়েছে। এই ধরনের ভুল প্রথবার করল রাজস্থান রয়্যালস, তাই মাত্র ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাকে। তিনি যদি আবার একই ভুল করেন, তাহলে জরিমানার পরিমাণ ১২ থেকে ২৪ লক্ষ পর্যন্ত বাড়বে। এছাড়াও এক ম্যাচ নির্বাসনের কবলেও পড়তে পারেন তিনি। এমনিতেই ব্যাটে এই মুহূর্তে রান নেই সঞ্জুর। তার ওপর আবার এই আর্থিক জরিমানা যেন গোদের ওপর বিষফোঁড়া।
এদিকে মঙ্গলবার রাজস্থান- পঞ্জাব মহানাটকীয় ম্যাচের সাক্ষী রইল দুবাই। ১৯ ওভার পর্যন্ত পিছিয়ে থাকার পর দুরন্ত শেষ ওভারে সব হিসেব বদলে দিল রাজস্থান রয়্যালস। মাত্র ২ রানে প্রীতি জিন্টার দলকে হারিয়ে দিলেন সঞ্জু স্যামসনরা। সেই সঙ্গে যেন ফের একবার প্রমাণ হয়ে গেল যে, ক্রিকেট যদি মহান অনিশ্চয়তার খেলা হয়, তবে টি-টোয়েন্টি ক্রিকেট সেই আপ্তবাক্যের সেরা বিজ্ঞাপন। ম্যাচ জেতার জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে ওপেনিং পার্টনারশিপে ১২০ রান তুলেছিল পঞ্জাব কিংস।
শেষ ২ ওভারে ম্য়াচ জিততে পঞ্জাবের দরকার ছিল ৮ রান। ১৯ তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন রাজস্থান পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম দুই বলে কোনও রান দেননি। পরের চার বলে চারটি সিঙ্গলস দেন। শেষ ওভারে জয়ের জন্য পঞ্জাবের দরকার ছিল ৪ রান। মনে করা হচ্ছিল বড় শট মেরে খেলা শেষ করবেন ব্যাটসম্যান। সবাই ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ হারতে চলেছে রাজস্থান। কিন্তু অন্যরকম ভেবেছিলেন কার্তিক ত্যাগী। শেষ ওভারে মাত্র এক রান খরচ করেন ত্যাগী! ফিরিয়ে দেন ভয়ঙ্কর নিকোলাস পুরান ও দীপক হুডাকে। অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে যায় রাজস্থান। মাত্র ২ রানে। ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কার্তিক ত্যাগী।