IPL 14, SRH Team Analysis: রশিদ-ভুবিদের বোলিংই সেরা, ঋদ্ধিকে ওপেনিংয়ে খেলানো উচিত হায়দরাবাদের
গতবার প্লে অফে খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারও দারুণ দল নিয়ে নামছে। আইপিএল জেতার অন্যতম দাবিদার।
কলকাতা: গতবার প্লে অফে খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারও দারুণ দল নিয়ে নামছে। আইপিএল জেতার অন্যতম দাবিদার হায়দরাবাদ। এসআরএইচ দল নিয়ে আলোচনা করতে বসলে শুরুতেই বলতে হবে ওদের বিদেশি ক্রিকেটারদের কথা। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, রশিদ খান। প্রথম একাদশে এই চার বিদেশিই যে কোনও ম্যাচ বার করে দিতে পারে। আইপিএলের সেরা বিদেশি রয়েছে হায়দরাবাদ দলেই। প্রত্যেক বিদেশিই ম্যাচ উইনার। রশিদ তো টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা।
ডেভিড ওয়ার্নার বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে একজন। কেন উইলিয়ামসন নীরবে বিপ্লব ঘটিয়ে দিতে পারে। ও ক্রিজে থাকলে বোঝাই যায় না। অথচ আচমকাই দেখবেন ২০ বলে ৩০ বা ৪০ রান করে ফেলেছে। প্রচার কম পায়। তবে ম্যাচ জেতাতে পারে।
বাংলার দুই ক্রিকেটার রয়েছে হায়দরাবাদ দলে। উইকেটকিপিং করা উচিত ঋদ্ধিমান সাহার। জনি বেয়ারস্টো খেলুক ব্যাটসম্যান হিসাবে। ভি ভি এস লক্ষ্মণের মতো ক্রিকেট মস্তিষ্ক রয়েছে ওদের। ঋদ্ধিকে দিয়ে অবশ্যই ওপেন করানো উচিত। পাওয়ার প্লে-র সুযোগ নিয়ে শুরুতেই ঝোড়ো ব্যাটিং করতে সিদ্ধহস্ত ঋদ্ধি। মাঝে দু-একটা ম্যাচ শ্রীবৎস গোস্বামী সুযোগ পেলেও পেতে পারে।
চিন্তা দুর্বল বোলিং ও জোফ্রার চোট, রাজস্থানের ভরসা শুধু স্টোকস
হায়দরাবাদের বোলিং টুর্নামেন্টের সেরা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ম্যাচ উইনার। খলিল আমেদ, বেসিল থাম্পি, সন্দীপ শর্মা, টি নটরাজন, পেস বোলিং বিভাগে ভারতীয় ক্রিকেটারদের ছড়াছড়ি। সঙ্গে রশিদ খান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই বোলিং আক্রমণকে সমীহ করবে যে কোনও দল।
পুরো দল: কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, রশিদ খান, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, খলিল আমেদ, টি নটরাজন, বেসিল থাম্পি, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, আব্দুল সামাদ, জগদীশা সুচিথ, জেসন হোল্ডার, বিরাট সিংহ, প্রিয়ম গর্গ, কেদার যাদব, মুজিব উর রহমান ও জেসন রয়।
অধিনায়ক: ডেভিড ওয়ার্নার
টিম ডিরেক্টর: টম মুডি
কোচ: ট্রেভর বেইলিস
ব্যাটিং মেন্টর: ভি ভি এস লক্ষ্মণ
সহকারী কোচ: ব্র্যাড হ্যাডিন
বোলিং মেন্টর: মুথাইয়া মুরলীধরন
ফিল্ডিং কোচ: বিজু জর্জ
আইপিএলে সেরা পারফরম্যান্স: চ্যাম্পিয়ন ২ বার (২০০৯ ডেকান চার্জার্স, ২০১৬)
আইপিএল রেকর্ড (নতুন দল হিসাবে আত্মপ্রকাশের পর থেকে): ম্যাচ ১২৫, জয় ৬৬, হার ৫৮, অমীমাংসিত ১
গত আইপিএলের পারফরম্যান্স: ম্যাচ ১৪, জয় ৭, হার ৭
শক্তি: বোলিং বিভাগ ও দলের বিদেশি ক্রিকেটারেরা।
দুর্বলতা: ভাল ফিনিশারের অভাব।
এক্স ফ্যাক্টর: রশিদ খান।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ:
১১ এপ্রিল এসআরএইচ বনাম কেকেআর চেন্নাই, রাত ৭.৩০
১৪ এপ্রিল এসআরএইচ বনাম আরসিবি চেন্নাই, রাত ৭.৩০
১৭ এপ্রিল এমআই বনাম এসআরএইচ চেন্নাই, রাত ৭.৩০
২১ এপ্রিল পিকে বনাম এসআরএইচ চেন্নাই, দুপুর ৩.৩০
২৫ এপ্রিল এসআরএইচ বনাম ডিসি চেন্নাই, রাত ৭.৩০
২৮ এপ্রিল সিএসকে বনাম এসআরএইচ দিল্লি, রাত ৭.৩০
২ মে আরআর বনাম এসআরএইচ দিল্লি, দুপুর ৩.৩০
৪ মে এসআরএইচ বনাম এমআই দিল্লি, রাত ৭.৩০
৭ মে এসআরএইচ বনাম সিএসকে দিল্লি, রাত ৭.৩০
৯ মে আরসিবি বনাম এসআরএইচ কলকাতা, রাত ৭.৩০
১৩ মে এসআরএইচ বনাম আরআর কলকাতা, রাত ৭.৩০
১৭ মে ডিসি বনাম এসআরএইচ কলকাতা, রাত ৭.৩০
১৯ মে এসআরএইচ বনাম পিকে বেঙ্গালুরু, রাত ৭.৩০
২১ মে কেকেআর বনাম এসআরএইচ বেঙ্গালুরু, দুপুর ৩.৩০
*অনুলিখন: সন্দীপ সরকার