Rishabh Pant: আইপিএলের পর কি ওয়ান ডে বিশ্বকাপ থেকেও ছিটকে যাবেন পন্থ?
Indian Cricket: এশিয়া কাপ তো বটেই, এমনকী ওয়ান ডে বিশ্বকাপেও পন্থ খেলতে পারবেন না বলেই ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর।
নয়াদিল্লি: ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। অল্পের জন্য প্রাণরক্ষা হলেও, গুরুতর জখম হন ঋষভ পন্থ। মাঠ থেকে দীর্ঘদিনের জন্য ছিটকে যান দিল্লির ক্রিকেটার। ক্রাচ নিয়ে সবে হাঁটাহাঁটি শুরু করেছেন। আইপিএলে তাঁকে পায়নি দিল্লি ক্যাপিটালস। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন চলছে পন্থের।
আর এর মধ্যেই আরও এক দুঃসংবাদ পন্থকে (Rishabh Pant) নিয়ে। এশিয়া কাপ তো বটেই, এমনকী ওয়ান ডে বিশ্বকাপেও পন্থ খেলতে পারবেন না বলেই ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর।
সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপেও খেলতে পারবেন না পন্থ। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি হলে পরের বছরের জানুয়ারি মাসে মাঠে দেখা যেতে পারে পন্থকে।
পন্থের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, আর সপ্তাহ দুয়েক পর কোনওরকম সাহায্য ছাড়া হাঁটতে সক্ষম হবেন পন্থ। তাই সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে তাঁর ফিট হয়ে ওঠার কোনও সম্ভাবনাই নেই।
তবে মাঠের বাইরে থাকতে হলেও, এবার বড় ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দেশের যুব সম্প্রদায়কে উৎসাহ দেবেন তিনি। আইপিএলের টিভি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস 'বিলিভ অ্যাম্বাসেডর' করেছে পন্থকে। এর আগে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারদের সঙ্গেও চুক্তি করতে দেখা গিয়েছে স্টার স্পোর্টসকে। এবার সেই তালিকায় যুক্ত হল পন্থের নাম। বিরাট কোহলির সঙ্গেও চুক্তি রয়েছে স্টার স্পোর্টসের।
পন্থ বলেছেন, 'এই দায়িত্ব আমাকে যুব সম্প্রদায়ের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে তরুণদের মধ্যে। ক্রিকেটের ক্ষমতা রয়েছে আনন্দ বয়ে আনার ও জীবনকে সমৃদ্ধ করার। আমি রুরকির মতো ছোট শহর থেকে উঠে এসেছি। বিশ্বাস করতাম, দেশের প্রতিনিধিত্ব করব। দেশকে গর্বিত করব। সেই স্বপ্ন সফল হয়েছে। আমি বিশ্বাস করি স্বপ্ন দেখলে ও পরিশ্রম করলে যেখান থেকেই উঠে আসুন না কেন, সফল হবেনই।'
কয়েকদিন আগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'দল যে ঋষভ পন্থকে মিস করবে, সেটা আলাদাভাবে আর বলার প্রয়োজন হয় না। তবে এটা কিন্তু অন্যদের কাছে একটা সুযোগ বটে। আমরা ওকে এই মরসুমের জন্য মিস করবই। আর সত্যি বলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মতো ক্রিকেটারদের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়। সব ভাল ভাল খেলোয়াড়রা ইতিমধ্যেই তো কোন না কোন দলের অঙ্গ।'
আরও পড়ুন: আইপিএলের কামাল! সুন্দরবনের মাটির বাড়ির বাসিন্দা জিতলেন ঝাঁ চকচকে গাড়ি