IPL 2023: রান-আপ ছোট করে কমেছে নো বল করার প্রবণতা, নিজের সাফল্যরহস্য খোলসা করলেন অর্শদীপ
Arshdeep Singh: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৯ রানের বিনিময়ে চার উইকেট নেন অর্শদীপ সিংহ।
মুম্বই: সাম্প্রতিক অতীতে অর্শদীপ সিংহের (Arshdeep Singh) বোলিং নিয়ে কম সমালোচনা হয়নি। গুরুত্বপূর্ণ সময়ে নো বল করা থেকে ক্যাচ ফেলা, না না কারণে সমালোচনায় বিদ্ধ হয়েছেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) বোলার। কিন্তু সেই অর্শদীপই শনিবার সন্ধেতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধ (Mumbai Indians) পাঞ্জাবের নায়ক হয়ে উঠলেন। ১৬ রানের পুঁজি নিয়ে মাঠে নেমে মাত্র দুই রান খরচ করে দুই উইকেট তুলে নেন অর্শদীপ। দলকে ১৩ রানে জয় এনে দেন।
সাফল্য রহস্য়
ম্যাচের পরেই নিজের সাফল্য রহস্য খোলসা করতে গিয়ে অর্শদীপ জানান তিনি নিজের রান আপ ছোট করেছেন এবং এর ফলেই তাঁর নো বল করার সমস্যাটা অনেকটাই কমেছে। তিনি বলেন, 'আমি উইকেট পেলে ভাল তো লাগেই। তবে দল জেতায় আমি আজ আরও বেশি খুশি। আমি নিজের রান আপটা কমিয়ে এনেছি যার ফলে আমার নো বলের সমস্যাও অনেকটা কমেছে। আমি এই সময়ে নিজের ক্রিকেটাকে দারুণ উপভোগ করছি।' পাশাপাশি ফাইনাল ওভার বল করার সময় তিনি যে বেশ চাপে, সেই কথাটাও অকপটে শিকার করে নেন ভারতের তরুণ বোলার।
অর্জুনের পাশে বাউচার
আইপিএল অভিষেকে ম্যাচে উইকেট পাননি। কিন্তু নিজের দ্বিতীয় ম্যাচেই উইকেট পেয়েছিলেন। প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু গতকালের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ওভারে বল করে ৩১ রান খরচ করেছিলেন। ৩ ওভার বল করে ৪৮ রান খরচ করেছিলেন। তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই সোশ্য়াল মিডিয়ায় খোঁচা দিয়েছিলেন অর্জুনকে কোটার প্লেয়ার হিসেবে উল্লেখ করে। তবে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার অবশ্য পাশে দাঁড়ালেন অর্জুনের।
সচিন পুত্রের পাশে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ বলছেন, ''ক্রিকেটে সবদিন নিজের জন্য হয় না। কোনওদিন ভাল যায় তো কোনওদিন খারাপ যেতেই পারে। আমার মনে হয় অর্জুন কিছুটা চাপে ছিল। ডেথ ওভারের দিকে অর্জুনের মত অনভিজ্ঞ বোলার সাহস দেখিয়েছে, বল করার এর জন্য় বাহবা দিতেই হয়। তবে ভুল থেকে শিক্ষা নিতে ভালবাসে অর্জুন। আমি জানি যে ও ঠিক ভালভাবে ফিরে আসবে আবার। আরও শক্তিশালী হয়ে ফিরবে। দলের প্রত্যেকে এমনকী সাপোর্ট স্টাফরা ওকে সমর্থন করছে প্রত্যেক মুহূর্তে।''
আরও পড়ুন: ধোনিকে দেখতে ফোন বিক্রির টাকায় টিকিট কেটে ইডেনে, নায়ক বরণের অভূতপূর্ব ছবি