IPL 2023: নকল আইপিএল টিকিট ছাপিয়ে প্রতারণার ফাঁদ, নয়াদিল্লিতে গ্রেফতার ৫
IPL Tickets: খবর অনুযায়ী, নকল টিকিট ছাপানোর ব্যবসার সঙ্গে জড়িত ধৃত পাঁচ ব্যক্তির মধ্য়ে তিনজনই নাবালক।
নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ। ইতিমধ্যেই টুর্নামেন্টের ১৭টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আইপিএল ঘিরে দর্শকদের উন্মাদনা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। এ মরসুমেই আবার করোনা-অধ্যায় অতিক্রম করে হোম অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা শুরু হয়েছে। তাই নিজেদের প্রিয় ফ্র্যাঞ্চাইজিকে ঘরের মাঠে খেলতে দেখতে স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই সুযোগ নিয়ে দিল্লিতে টিকিট প্রতারণার ফাঁদ পাতে একদল ব্যক্তি।
প্রতারণার ফাঁদ
দর্শকদের আইপিএল ম্যাচ দেখার উন্মাদনার লাভ তুলেই একদল ব্যক্তি নয়াদিল্লিতে নকল টিকিট ছাপিয়ে দর্শকদের প্রতারিত করার ফাঁদ পেতেছিল। এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে বুধবার, ১২ এপ্রিল নয়াদিল্লি পুলিশ (Delhi Police) গ্রেফতার করে। খবর অনুযায়ী, ধৃত পাঁচ ব্যক্তির মধ্য়ে তিনজনই নাবালক। প্রসঙ্গত, এ মরসুমে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্য়াপিটালস মোট সাতটি ম্যাচ খেলবে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল ইতিমধ্যেই ঘরের মাঠে দুইটি ম্যাচ খেলে ফেলেছেন। এরপর ২০ এপ্রিল ঘরের ম্যাচে নিজেদের তৃতীয় ম্যাচে কেকেআরের মুখোমুখি হবে ক্যাপিটালস।
আপতত ওয়ার্নারই একমাত্র দল যারা আইপিএলের এ মরসুমে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিততে পারেনি। ১৫ এপ্রিল আরসিবির ঘরের মাঠে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে দিল্লি। সেই ম্য়াচে ওয়ার্নাররা নিশ্চয়ই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন। ওয়ার্নার অবশেষে দলকে ম্যাচ জেতাতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
কেকেআরের সঙ্গে অতিরিক্ত দু'দিন
তিনি চলে এসেছেন শহরে। তিনি অনুশীলনেও নেমে পড়েছিলেন গতকালই। কেকেআর শিবিরে যোগ দিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটন দাস। আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা লিটনের। তার আগেই কেকেআর শিবিরের স্বস্তি বাড়িয়ে জানিয়ে দেওয়া হল যে আরও কিছুদিন দলের সঙ্গে থাকতে পারবেন লিটন।
বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “আমাদের থেকে বাড়তি দু’দিন ছুটি চেয়েছিল লিটন। মনে হয় ও ৫ তারিখ ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। লিটনকে ছুটি দিতে রাজি হয়েছি আমরা।'' আগামী ৪ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচ পর্যন্ত কেকেআর শিবিরের সঙ্গে থাকতে পারবেন বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্য়াটার।
৯ মে থেকে ১৪ মে পর্যন্ত তিনটি ম্যাচে কলকাতা শিবির পাবে না লিটনকে। ২০ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে নাইট শিবির। সেটিই তাঁদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ। এই ম্যাচে হয়ত লিটনকে পেয়ে যাবে নাইটরা।
আরও পড়ুন: সবচেয়ে বেশি রান ধবনের, এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আর কারা?