(Source: Poll of Polls)
IPL 2023: এবারের আইপিএলে প্রথমবার বল করেই তিন উইকেট, চোট নিয়েও লড়লেন একা রাসেল
Andre Russell:ষোড়শ আইপিএলে তিন ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কোনও ম্যাচেই তাঁকে বল করতে দেখা যায়নি।
সন্দীপ সরকার, কলকাতা: ষোড়শ আইপিএলে তিন ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কোনও ম্যাচেই তাঁকে বল করতে দেখা যায়নি। শুক্রবার তাই সানরাইজার্স হায়দরাবাদ ইনিংসের পঞ্চম ওভারে যখন তাঁর হাতে বল তুলে দিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা, অনেকে বেশ অবাকই হয়েছিলেন।
কিন্তু কেন তাঁর বোলিংয়ে আস্থা দেখিয়েছেন নাইট নেতা, প্রথম বলেই তার প্রমাণ দিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। ইডেনে তখন ব্যাট হাতে ঝড় তুলেছেন সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) ব্যাটাররা। মাত্র ৪ ওভারে বিনা উইকেটে ৪৬ রান উঠে গিয়েছে বোর্ডে। 'ম্যান উইথ দা গোল্ডেন আর্ম' হয়ে হাজির হলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। প্রথম বলেই তুলে নিলেন ময়ঙ্ক অগ্রবালের উইকেট। সেই ওভারেই তুলে নিলেন রাহুল ত্রিপাঠির উইকেটও। সেই ত্রিপাঠি, যিনি আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী হাফসেঞ্চুরি করে এসেছিলেন। এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী হওয়ায় যিনি নাইটদের হাঁড়ির খবর জানেন। মনে করা হয়েছিল ব্যাট হাতে কেকেআরের কাঁটা হতে পারেন।
চলতি আইপিএলে শুক্রবার চতুর্থ ম্য়াচ খেলছে কেকেআর। আর এদিনই প্রথম বল করলেন রাসেল। তিনি এমনিতেই এত চোটপ্রবণ যে, আইপিএলে বেশিরভাগ মরসুমেই সব ম্যাচ খেলতে পারেননি। তবে শুক্রবার হ্যারি ব্রুক ঝড় থামাতে রাসেলের শরণাপন্ন হলেন কেকেআর ক্যাপ্টেন। হতাশ করেননি রাসেল। প্রথম বলেই উইকেট নেন। হায়দরাবাদ ইনিংসের পঞ্চম ওভারে। সেই ওভারেরই শেষ বলে রাহুল ত্রিপাঠিকে ফিরিয়ে নিজামের শহরকে জোর ধাক্কা দেন রাসেল।
হায়দরাবাদ ইনিংসের ঊনিশতম ওভারে ফের রাসেলের হাতে বল তুলে দেন নীতীশ রানা। প্রথম বলটি ওয়াইড করেন রাসেল। দ্বিতীয় বলে তিনি তুলে নেন অভিষেক শর্মার উইকেট।
যদিও রাসেলকে নিয়ে উদ্বিগ্ন কেকেআর শিবির। কারণ, চোট পেয়ে সানরাইজার্স হায়দরাবাদ ইনিংস চলাকালীন মাঠ ছেড়ে বেরিয়ে যান রাসেল। তাঁর পরিস্থিতি এতটাই সঙ্গিন হয়ে পড়ল যে, নিজে হেঁটে বেরতে পারলেন না। রীতিমতো দুজন সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। দেখা গেল, ডান পা ঠিকমতো মাটিতে ফেলতেই পারছেন না রাসেল।
নিজের তৃতীয় ওভারের প্রথম বল করেই মাঠ ছাড়তে হল রাসেলকে। ওভারের বাকি ৫ বল করলেন শার্দুল ঠাকুর। কেকেআর শিবির থেকে এখনও রাসেলের চোটের কী অবস্থা, বলা হয়নি। তবে যেভাবে যন্ত্রণায় কাতরাতে দেখা গেল, তাতে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়লেন এই ভেবে যে, গোটা আইপিএল থেকেই না ছিটকে যেতে হয় রাসেলকে।
আরও পড়ুন: নকল নারাইন! কেকেআর না ভুল করে ইডেনে নামিয়ে দেয়...