IPL 2023 Awards List: আইপিএল জিতল সিএসকে, অরেঞ্জ ক্যাপ শুভমনের, বাকি পুরস্কারগুলি পেলেন কারা?
IPL 2023 Award Winners List: সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ জেতার পাশাপাশি শুভমন আরও একগুচ্ছ পুরস্কার মরসুম শেষে নিজের নামে করেছেন।
আমদাবাদ: চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সের মধ্যেকার এক রুদ্ধশ্বাস ফাইনালের মাধ্যমে আইপিএলের (IPL 2023) ষোড়শ সংস্করণ সমাপ্ত হল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঁচ উইকেটে গুজরাত টাইটান্সকে হারিয়ে রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতে নিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। খেতাব জয়ের পুরস্কারস্বরূপ ২০ কোটি টাকা পেতে চলেছেন ধোনিরা। রানার্স আপ গুজরাত টাইটান্স পাবে ১২.৫ কোটি টাকা। কিন্তু বাকি পুরস্কারগুলি জিতল কারা? কত টাকা করেই বা পেতে চলেছেন পার্পল ক্যাপ, অরেঞ্জ ক্যাপজয়ী তারকারা?
মরসুমের সেরা উঠতি খেলোয়াড়
টুর্নামেন্টে নিজের চোখধাঁধানে পারফরম্যান্সে রাজস্থান রয়্যালস ওপেনার যশস্বী জয়সওয়াল প্রমাণ করে দিয়েছেন যে তিনি আর পাঁচটা প্রতিভার থেকে খানিকটা ভিন্ন। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকররাও তাঁর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এ মরসুমে ১৪ ম্যাচে ৪৮.০৮ গড়ে মোট ৬২৫ রান করেছেন যশস্বী। তাঁর হাতেই সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার উঠল।
অরেঞ্জ ক্যাপ
ফাইনালে ৩৯ রানেই সাজঘরে ফিরলেও, গোটা আইপিএলটা শুভমন গিলের জন্য অনেকটা স্বপ্নের মতোই কেটেছে। এক মরসুমে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ৮৯০ রান করেছেন তিনি। তিনিই এ বারের টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ জিতেছেন।
পার্পল ক্যাপ
টুর্নামেন্ট জিততে না পারলেও, অরেঞ্জ ক্যাপের মতো পার্পল ক্যাপও জিতেছেন এক গুজরাত তারকাই। তিনি আর কেউ নন, তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি। তিনি এ মরসুমে নিজের কেরিয়ার সেরা ২৮টি উইকেট নিয়েছেন।
মরসুমের সেরা খেলোয়াড়
মরসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ফাফ ডুপ্লেসি, শামি, রবীন্দ্র জাডেজাদের পিছনে ফেলে দিয়েছেন শুভমন গিল। চিরস্মরণীয় এক মরসুমের পর তাঁর হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠতে দেখে কেউই বোধহয় খুব একটা অবাক হবেন না।
সুপার স্ট্রাইকার (সর্বোচ্চ স্ট্রাইক রেট)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্টের প্লে-অফে উঠতে ব্যর্থ হয়। তবে সেই দলের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ১৮৩.৪৯ স্ট্রাইক রেটে ৪০০ রান করে সকলকে বেশ প্রভাবিত করেছেন। ম্যাক্সওয়েলরই স্ট্রাইক রেটই এ মরসুমে সর্বাধিক হওয়ায় তিনি সুপার স্ট্রাইকার হয়েছেন।
মরসুমের সেরা গেমচেঞ্জার
শুভমন গিলকে মরসুমের সেরা গেমচেঞ্জারের পুরস্কারও দেওয়া হয়।
মরসুমের সেরা ক্যাচ
ব্যাটে, বলে কামাল করার পাশাপাশি রশিদ খান কিন্তু দুরন্ত ফিল্ডারও বটে। তাঁর মরসুমের সেরা ক্যাচ ধরাটা তাঁর ফিল্ডিং দক্ষতারই পরিচয়বাহক।
ফেয়ার প্লে পুরস্কার
দিল্লি ক্যাপিটালস হতাশাজনক মরসুম শেষে নয় নম্বরে শেষ করলেও, ফেয়ার প্লে পুরস্কারের টেবিলে কিন্তু তাঁরাই শীর্ষে শেষ করে পুরস্কার জিতেছেন।
মরসুমের সর্বাধিক চার
শুভমন গিল এ মরসুমের সর্বাধিক রান করার পাশাপাশি সর্বাধিক ৮৫টি চারও মেরেছেন।
মরসুমের সবচেয়ে বড় ছয়
আরিসবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি এ বছরের আইপিএলের সবচেয়ে বড়, ১১৫মিটারের ছক্কাটি হাঁকান।
সর্বসেরা পিচ ও মাঠ
এ মরসুমের টুর্নামেন্টের সর্বসেরা মাঠ তথা পিচের পুরস্কার কোনও একটি নয়, বরং যুগ্মভাবে দুইটি স্টেডিয়াম পেয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সকে এই বিভাগে যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছে। ইডেন এবং ওয়াংখেড়ের মধ্যে ৫০ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে। এছাড়া বাকি ব্যক্তিগত পুরস্কারজয়ী সকলেই প্রতিটি পুরস্কারের জন্য ১০ লক্ষ টাকা করে পেতে চলেছেন।
এবিপি লাইভ