IPL 2023: আজ আইপিএলে কখন, কোথায় দেখবেন গুজরাত বনাম মুম্বই ম্যাচ?
GT vs MI: ৬ ম্যাচ খেলে ৪ ম্যাচে জিতেছে ও ২ ম্যাচ হেরেছে। মোট ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ৬ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতেছে। তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট।
আমদাবাদ: আইপিএলে আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলের বিরুদ্ধে নেতৃত্ব দিতে নামবেন মুম্বই ইন্ডিয়ান্সেরই প্রাক্তন ক্রিকেটার হার্দিক পাণ্ড্য। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে গুজরাত শিবির। তারা ৬ ম্যাচ খেলে ৪ ম্যাচে জিতেছে ও ২ ম্যাচ হেরেছে। মোট ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ৬ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতেছে। তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট।
আজকের খেলা
আজ আইপিএলে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের খেলা
কবে খেলা?
আজ ২৫ এপ্রিল, মঙ্গলবার গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হবে
কোথায় খেলা
আজকের খেলাটি হবে গুজরাতের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে।
কোথায় দেখবেন?
স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচটি।
এখনও পর্যন্ত মুখোমুখি সাক্ষাতে ১ বারই আমনে সামনে হয়েছে ২ দল। গত বছর ব্রেবোর্ন স্টেডিয়ামে সেই সাক্ষাতে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। আমদাবাদের আজ ঘরের মাঠে অবশ্য গুজরাত খেলতে নামবে। প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এখও পর্যন্ত গুজরাত শিবির ৪ ম্যাচ খেলেছে। তার মধ্যে ২ ম্যাচ জিতেছে ও ২ ম্যাচ হেরেছে হার্দিক পাণ্ড্যর দল। আমদাবাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত শিবির।
২ দলের মুখোমুখি সাক্ষাতে সর্বাধিক রানের মালিক গুজরাত টাইটান্সের ঋদ্ধিমান সাহা। তিনি মোট ৫৫ রান করেছেন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ৫২ রান করেছেন। মুম্বইয়ের ঈশান কিষাণ ৪৫ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। বোলারদের তালিকায় সবার ওপরে মুরুগান অশ্বিন ২ উইকেট পেয়ে সবার ওপরে। এরপর রশিদ খান ও কায়রন পোলার্ড রয়েছেন তালিকায়।
আবার জরিমানা বিরাটদের
বড়সড় জরিমানার মুখে পড়তে হল বিরাট কোহলিকে (Virat Kohli Fined)। ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল তাঁকে। শুধু কোহলিকেই নয় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামা ইমপ্যাক্ট প্লেয়ার ও বিরাট-সহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers) প্রথম একাদশের সব ক্রিকেটারকে জরিমানা করেছে আইপিএল (IPL) কর্তৃপক্ষ।