IPL 2023: দুরন্ত শতরানে সমালোচকদের কড়া জবাব দিতে পেরে সন্তুষ্ট সানরাইজার্স তারকা ব্রুক
Harry Brook: আইপিএলের প্রথম তিন ইনিংসে মাত্র ২৯ রান করেছিলেন ইংল্যান্ড তথা সানরাইজার্সের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক।
![IPL 2023: দুরন্ত শতরানে সমালোচকদের কড়া জবাব দিতে পেরে সন্তুষ্ট সানরাইজার্স তারকা ব্রুক IPL 2023: Harry Brook answers critics after tremendous hundred vs KKR IPL 2023: দুরন্ত শতরানে সমালোচকদের কড়া জবাব দিতে পেরে সন্তুষ্ট সানরাইজার্স তারকা ব্রুক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/2fc3bc5afe38a654e5f6cd771669d7351681549050509507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এর আগে কোনওদিন আইপিএলে (IPL 2023) খেলেনইনি, তাতেই ১৩ কোটি ৫০ লক্ষ টাকার বিশাল মূল্যে সানরাইজার্স হায়দরাবাদ যখন তাঁকে নিলামে দলে নিয়েছিল, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। এরপর আইপিএলের প্রথম তিন ইনিংসে মাত্র ২৯ রান, হ্যারি ব্রুককে (Harry Brook) প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (KKR vs SRH) এক ইনিংসেই বদলে গেল সবকিছু। এ মরসুমের প্রথম ব্যাটার হিসাবে শতরান হাঁকালেন ব্রুক।
সমালোচকদের জবাব
শতরানের পরেই সমালোচকদের এক হাত নিলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার। তিনি বলেন, 'আমি নিজের ওপর অযথাই চাপ ফেলছিলাম। সোশ্যাল মিডিয়ায় তো আমায় সকলেই জঘন্য খেলোয়াড় বলছিলেন। আজকের পর অনেক ভারতীয় সমর্থকরাই আমাকে অভিনন্দন জানাবেন। তবে এরাই কিন্তু কিছুদিন আগেই আমাকে প্রবল সমালোচনায় বিদ্ধ করছিলেন। ওদের সকলের মুখ বন্ধ করতে পারায় আমি ভীষণ সন্তুষ্ট।'
জাতীয় দলের হয়ে মিডল অর্ডারেই ব্যাট করে প্রচারের আলোয় আসেন ইয়র্কশায়ারের তরুণ। তবে এ বারের আইপিএলে সানরাইজার্স তাঁকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্রুকের কিন্তু এতে বিন্দুমাত্রও সমস্যা নেই। ম্যাচের পরেই তিনি সাফ জানিয়ে দেন। 'অনেক বিশেষজ্ঞই মনে করেন যে টি-টোয়েন্টিতে ওপেন করাই ব্যাটারদের জন্য আদর্শ। তবে আমি যে কোনও স্থানে ব্যাট করতে সচল। পাঁচ নম্বরে ব্যাট করে ইতিমধ্যেই অনেক সাফল্য পেয়েছি।' জানান ইংল্যান্ড তারকা।
ইডেনের সমর্থনকে কুর্নিশ
পাশাপাশি ব্রুক কিন্তু ইডেনে উপস্থিত দর্শকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি বলেন, 'এই রাতটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাঝের দিকে একটু চাপে পড়ে গিয়েছিলাম বটে, তবে সৌভাগ্যবশত আমরা ম্যাচটা জিততেও পেরেছি। তবে হ্যাঁ, টেস্টে আমার চারটি শতরানের ইনিংসকে আমি এই ইনিংসের থেকে এগিয়ে রাখব। আর আজকের উপস্থিত দর্শকদের বাহবা না দিলেই নয়। গোটা ম্যাচটা দারুণ উপভোগ করেছি।'
রাসেলের চোট কতটা গুরুতর?
ম্য়াচে নিজের প্রথম ওভারে এসেই ঝটকা দিয়েছিলেন। আউট করেছিলেন সানরাইজার্সের (KKR vs SRH) ময়ঙ্ক অগ্রবাল ও রাহুল ত্রিপাঠীকে। কিন্তু আনন্দের মাঝেই চিন্তার কারণ হয়ে উঠেছিলেন তিনি। উইকেট পাওয়ার আনন্দের মাঝেই হাঁটু গেড়ে বসে পড়েন ক্রিজের পাশেই। তাতেই ইডেনের গ্যালারির সমর্থকদের মধ্যে চিন্তা শুরু হয়ে যায়, তাহলে কি চোট পেলেন আন্দ্রে রাসেল (Andre Russell)? ব্যাট হাতে মাঠে নামলেও তাঁকে নিয়ে কিন্তু উদ্বেগ কমছে না।
সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের পর একদিন কাটতে না কাটতেই আবারও মাঠে নামবে কেকেআর। রবিবার কেকেআরের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এত কম সময়ের মধ্যে রাসেল কি ফিট হয়ে মাঠে নামতে পারবেন? তাঁর চোট ঠিক কতটা গুরুতর? ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) সাফ জানিয়ে দিচ্ছেন, রাসেল চোট পাননি। তিনি বলেন, 'ও চোট পাইনি, একটু খিঁচ ধরেছিল বটে। তবে সেটা ডিহাইড্রেশনের জন্যই। ওর চোট নিয়ে চিন্তা করার কিছু নেই।'
আরও পড়ুন: 'রোজ তো রিঙ্কু একা ম্যাচ জেতাবে না', সানরাইজার্সের কাছে হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন রানা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)