IPL 2023: 'রোজ তো রিঙ্কু একা ম্যাচ জেতাবে না', সানরাইজার্সের কাছে হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন রানা
KKR vs PBKS: নীতীশ রানার (Nitish Rana) ৭৫ ও রিঙ্কু সিংহের অপরাজিত ৫৮ রানও ২২৯ রান তাড়া করা নাইটদের জেতাতে পারেনি।
![IPL 2023: 'রোজ তো রিঙ্কু একা ম্যাচ জেতাবে না', সানরাইজার্সের কাছে হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন রানা IPL 2023: Nitish Rana blames KKR bowlers following defeat against SRH IPL 2023: 'রোজ তো রিঙ্কু একা ম্যাচ জেতাবে না', সানরাইজার্সের কাছে হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন রানা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/15/594ed05a67fef1c87ee7a67c3dd7b9a71681546061695507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কার্যত পরাজয়ের জায়গা থেকে শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিংহের (Rinku Singh) দুই অনবদ্য ইনিংসে ভর করে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নাগাড়ে দুই ম্যাচ জিতেছিল। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের (KKR vs SRH) বিজয়রথ থেমে গেল। ২৩ রানে পরাজিত হতে হল কেকেআরকে। নীতীশ রানার (Nitish Rana) ৭৫ ও রিঙ্কু সিংহের অপরাজিত ৫৮ রানও নাইটদের জেতাতে পারেনি।
বোলারদের হতাশাজনক পারফরম্যান্স
ম্যাচ শেষে কিন্তু কোনওরকম রাখঢাক না করে দলের বোলাদেরই পরাজয়ের জন্য কাঠগড়ায় তুললেন কেকেআর অধিনায়ক নীতীশ। তিনি বলেন, 'আমরা একেবারেই পরিকল্পনামাফিক বল করতে পারিনি। উইকেট যেমনই হোক না কেন, ২৩০ রানটা অত্যাধিক। আমরা এর থেকে অনেক ভাল বল করতে পারতাম। রিঙ্কু আগেরদিন কী করেছে, তা আমরা সকলেই জানি। কিন্তু ও তো রোজ আর একা ওমনভাবে ম্যাচ জেতাতে পারবে না। ব্যক্তিগতভাবে বলব আমি যেভাবে ব্যাট করেছি, তাতে আমি খুশি।'
তবে এর পাশাপাশি নীতীশ মেনে নিচ্ছেন যে ক্রিকেটের মাঠে বোলারদের এমন একটা খারাপ দিন কাটতেই পারে। 'আমরা সকলেই জানি ইডেনের পিচ বরাবরই এমন ব্যাটিং সহায়ক হয় এবং এমনই হবে। আমরা নিজেরাও এই পিচে ২০০ রান উঠবে বলে ধরেই নিয়েছিলাম। কিন্তুি তাও বলব আমাদের আরে ভাল বল করা উচিত ছিল। আমার আজ তেমন করার মতো কিছুই ছিল না, কারণ যেই বোলাররা আজ রান দিয়েছেন, তারা প্রায়শই আমাদের ম্যাচ জেতান। আজকে দিনটা আমাদের ছিল না। দলের লড়াইয়ে খুশি আমি, তবে দুই পয়েন্টটা ঘরে তুলতে পারলে আরেকটু খুশি হতাম।'
We leave #KKRvSRH with our heads held high!
— KolkataKnightRiders (@KKRiders) April 14, 2023
Well played, Knights 💜 pic.twitter.com/ZP4jT7Ml5b
রাসেলের চোট আপডেট
কেকেআর কালই আবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে, প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আগে আবার আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়ে চিন্তায় কেকেআর শিবির। তবে নাইট অনুরাগীদের আশ্বস্ত করছেন দলের অধিনায়ক নীতীশ। তিনি জানান যে রাসেলের কোনওরকম চোট নেই। তিনি বলেন, 'ও চোট পাইনি, একটু খিঁচ ধরেছিল বটে। তবে সেটা ডিহাইড্রেশনের জন্যই। ওর চোট নিয়ে চিন্তা করার কিছু নেই।'
আরও পড়ুন: লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি লখনউয়ের সামনে, পাঞ্জাবকে হারাতে পারবেন রাহুলরা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)