IPL 2023: আইপিএলে দিল্লি-হায়দরাবাদ মুখোমুখি মহারণে কার পাল্লা ভারী?
IPL 2023, DC vs SRH: কোটলায় ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্সই শেষ পাঁচটি ম্যাচের চারটিতে জিতেছে। আবার পরিসংখ্যানগত দিক থেকে ক্যাপিটালস ও সানরাইজার্সই এখনও পর্যন্ত এ মরসুমে সবথেকে কম রান করা দুই দল।
নয়াদিল্লি: আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্য়াপিটালস। টুর্নামেন্টের ২ লাস্ট বয়ের লড়াই। আইপিএলে ২টো দলেরই নাম বদলে গিয়েছে টুর্নামেন্টের প্রথম বছরে যে নাম ছিল তার থেকে। ডেকান চার্জার্স এখন সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলস হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে ২টো দল একে অপরকে মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েনি।
এখনও পর্যন্ত মোট ২২ বার ২ দল মুখোমুখি। ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স। অন্যদিকে বাকি ১১ ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্সের বিরুদ্ধে ক্যাপিটালস নিজেদের শেষ চারটি ম্যাচই জিতেছে। কিন্তু ক্যাপিটালসের ঘরের মাঠে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। কোটলায় ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্সই শেষ পাঁচটি ম্যাচের চারটিতে জিতেছে। আবার পরিসংখ্যানগত দিক থেকে ক্যাপিটালস ও সানরাইজার্সই এখনও পর্যন্ত এ মরসুমে সবথেকে কম রান করা দুই দল। তাই প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকা দুই দলের মধ্যে এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকছে।
এ মরসুমে ইতিমধ্যেই দিন চারেক আগে একবার একে অপরের মুখোমুখি হয়েছে সানরাইজার্স ও ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লির ১৪৪ রান তাড়া করতে গিয়েই হিমশিম খায় সানরাইজার্স।ময়ঙ্ক আগরওয়াল ৪৯ রানের ইনিংস খেললেও, ব্যাট হাতে ৩৪ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়ে দিল্লিকে জয় এনে দেন অক্ষর পটেল। সাত রানে পরাজিত হয় সানরাইজার্স।
ইডেনে বৃষ্টি
আচমকাই মেঘের আড়ালে ঢাকা পড়লেন সূর্যদেব। আকাশ মুহূর্তে কালো হয়ে গেল। মনে হল, দুপুরেই যেন সন্ধ্যে নেমেছে কলকাতায়। মাঠের ফ্লাডলাইট জ্বেলে দেওয়া হল। প্রাকৃতিক আলো এতই কমে এল। কৃত্রিম আলোতেই দুই দল প্র্যাক্টিস সারছিল। টসও হল নির্ধারিত সময়ে। দুপুর তিনটেয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
তারপরই বৃষ্টি নামল ঝমঝমিয়ে। মুহূর্তে ঢাকা হল গোটা ইডেন গার্ডেন্স (Eden Gardens)। হতাশ দর্শকরা। প্রায় ৭০ জন মাঠকর্মীকে নিয়ে মাঠ ঢাকার কাজের তদারকি করছেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। যিনি বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রধানও। রয়েছেন বোর্ডের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিকও।
সাড়ে তিনটেয় ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়। তবে যা পরিস্থিতি, তাতে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যাবে না। বৃষ্টি থামলে মাঠের কভার সরানো হবে। মাঠ খেলার উপযুক্ত মনে হলে তবেই ম্য়াচ শুরুর করার সবুজ সংকেত দেবেন আম্পায়াররা।