IPL 2023 Highlights: রিঙ্কুর লড়াইয়েও কেকেআরের হার, মুম্বই-আরসিবির সামনে প্লে-অফের হাতছানি, আইপিএলের সেরা ৫ খবর
Indian Premier League: আইপিএলের সেরা ৫ খবর এক নজরে।
কলকাতা: রিঙ্কু সিংহের অনবদ্য লড়াই সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ১ রানে পরাজিত হল কলকাতা নাইট রাইডার্স। আজ প্লে-অফে পৌঁছনোর লক্ষ্যে মাঠে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। এক নজরে আইপিএলের সেরা ৫ খবর।
প্লে-অফে পৌঁছনোর হাতছানি
আইপিএলের প্লে-অফের তিন স্থান ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে। আজই গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ আয়োজিত হতে চলেছে। প্লে-অফের শেষ স্থান দখলের জন্য লড়াইটা মূলত মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। দুই দলই আজ মাঠে নামছে, তবে দুই ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে। আজকের ম্যাচ জিতে দুই দলের সামনেই প্লে-অফে উঠার হাতছানি রয়েছে। তবে আপাতত নেট রান রেটের বিচারে আরসিবি এগিয়ে থাকায় বিরাটরা জিতলে মুম্বইকে শুধু জিততেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে।
কোন মন্ত্রে চার-ছক্কার ফুলঝুরি?
ঘরের মাঠে ডু অর ডাই ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)। যারা আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। হারানোর কিছু নেই এইডেন মারক্রামদের। আর তাই প্রতিপক্ষ হিসাবে তাঁরা বিপজ্জনক হয়ে উঠতে পারেন।
উইকেটের চারধারে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। সূর্য অবশ্য বলছেন, 'আমি যে শটই খেলি না কেন, প্রস্তুতি সেরে নিই। হয় নেটে। অথবা মনে মনে। সব সময় ফিল্ডিং অনুযায়ী শট খেলার চেষ্টা করি। আমি বিরাট ছক্কা মারার চেষ্টা করি না। তবে কম ঝুঁকিপূর্ণ আর বেশি লাভবান শট খেলার চেষ্টা করি। আমি মনে করি, যত বেশ সময় ক্রিজে কাটাতে পারব, দলের তত বেশি লাভ হবে। আমি ১৫-২০ মিনিটের বেশি অনুশীলন করি না। জানি কোন জায়গা দিয়ে রান করতে পারি। সেখানেই শট খেলি। তাতে যদি রান না আসে তো ঠিক আছে। আমি আবার প্র্যাক্টিসে সেই শটগুলো ঘষামাজা করি।'
কেকেআরের স্বপ্ন শেষ
নাইট ভক্তরা দিন-রাত এক করে অঙ্ক কষে যাচ্ছিলেন। প্লে অফের দরজা খুলতে ঠিক কী কী করতে হবে প্রিয় দলকে... কিন্তু তার জন্য সবার আগে যেটা করতে হত, তাতেই ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রান রেটের যাবতীয় হিসেব-নিকেশ ছিলই। তবে প্লে অফের দৌড়ে থাকার প্রাথমিক শর্তই ছিল, লখনউ সুপার জায়ান্টসকে বিরাট ব্যবধানে হারাতে হবে। কিন্তু জেতা তো দূর অস্ত, লখনউয়ের কাছে ১ রানে হেরে বসলেন নাইটরা। ১৪ ম্যাচে ১২ পয়েন্টেই থেমে গেল কেকেআরের দৌড়। ব্যর্থ হতে বসেছিল লখনউয়ের প্লে অফ স্বপ্নও। প্রথমে ব্যাট করে ১৭৬/৮ তুলেছিল লখনউ। রিঙ্কু সিংহ ফের নাইটদের পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে এনে দেওয়ার জন্য চেষ্টার কোনও কমতি রাখেননি। ৩৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। তবে শেষমেশ নাইটদের এক রানে হারতেই হয়।
বিদ্রুপের শিকার গম্ভীর-নবীন
অধিনায়ক হিসাবে তিনি কলকাতা নাইট রাইডার্সকে (KKR) জোড়া আইপিএল ট্রফি দিয়েছেন। এক সময় গোটা গ্যালারি তাঁর নামে গর্জন করত। জয়োধ্বনি দিত। সেই গৌতম গম্ভীর শনিবার রাতে ইডেন ছাড়লেন অন্যরকম এক স্মৃতি নিয়ে। ইডেন গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে গেল বিদ্রুপ! কোনও কটূক্তি নয়। তবে ইডেনে ম্যাচ দেখতে আসা দর্শক গম্ভীরকে দেখেই বিরাট কোহলির নামে জয়োধ্বনি দিল। বাদ গেলেন না নবীর উল হকও। আফগান ক্রিকেটারকে দেখলেই ক্লাব হাউসের আপার টিয়ার থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ কোহলির নামে জয়োধ্বনি দিল।
ধোনির শেষ আইপিএল
বয়স ৪১-র গণ্ডি পার করেছে। অনেকেই মনে করছেন এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023) মরসুম হতে চলেছে। তবে তিনি, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) কিন্তু নিজের অবসর প্রসঙ্গে এখনও কিছুই বলেননি। তাই তাঁর ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহতই রয়েছে। এরই মাঝে ধোনির ভবিষ্যত নিয়ে মতামত প্রকাশ করলেন সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি (Michael Hussey)। তিনি সাফ সাফ জানিয়ে দিলেন যে ধোনি আগামী পাঁচ বছর আইপিএলে খেলা চালিয়ে যেতে পারেন। মাইকেল হাসি বলেন, 'ওর মধ্যে তো এখনও ছক্কা মারার দক্ষতা রয়েছে। ও নিজের খেলাটা উপভোগ করছে এবং দলের জন্য অবদানও রাখছে। আগামী আরও পাঁচ বছর কিন্তু ও অনায়াসেই খেলা চালিয়ে যেতে পারে।'
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি