KKR Update: বিরাট ধাক্কা! চোটের জন্য খেলছেন না কেকেআরের সেরা ব্যাটার, ফিরলেন শার্দুল
KKR vs GT: টসের পর কেকেআরের অধিনায়ক নীতীশ রানা জানান যে, জেসনের পিঠে চোট রয়েছে। তাই তিনি খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছে রহমনুল্লা গুরবাজকে।
সন্দীপ সরকার, কলকাতা: ম্যাচ শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (KKR vs GT)। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে দলের সেরা ব্যাটারকে পাচ্ছে না কেকেআর। যিনি ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন।
শনিবার ইডেনে খেলছেন না জেসন রয়। টসের পর কেকেআরের অধিনায়ক নীতীশ রানা জানান যে, জেসনের পিঠে চোট রয়েছে। তাই তিনি খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছে রহমনুল্লা গুরবাজকে।
ইংরেজ তারকা জেসন রয় কেকেআরের ওপেনিং সমস্যার কিছুটা হলেও সমাধান করেছিলেন। ব্যাট রান পাচ্ছিলেন। পাওয়ার প্লে-তে কেকেআরের ব্যাটিংয়ের ছবিটা কিছুটা পাল্টেছিল রয়ের জন্যই। যিনি জানিয়েছিলেন, কিছু হারানোর ভয় নেই ভেবেই আরও খোলা মনে খেলতে পারছেন তিনি। যা তাঁর সেরা পারফরম্যান্সও বার করে এনেছে। কিন্তু গুজরাতের বিরুদ্ধে তাঁকে পাচ্ছে না কেকেআর। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার গুরবাজও। যিনি টুর্নামেন্টের শুরুর দিকে নাইটদের হয়ে ইনিংস ওপেন করছিলেন। গুরবাজ ফিট হয়ে গিয়েছেন। তাঁকে ফেরানো হয়েছে দলে। রয়ের পরিবর্তে গুরবাজই ইনিংস ওপেন করবেন।
রয়ের পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এই ম্যাচে খেলছেন না উমেশ যাদবও। তাঁর পরিবর্তে হর্ষিত রানাকে সুযোগ দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
তবে স্বস্তির খবরও রয়েছে কেকেআর প্রেমীদের জন্য। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সুস্থ শার্দুল ঠাকুর। তাঁকে প্রথম একাদশে ফেরানো হয়েছে। আগের ম্যাচে অভিষেক ঘটানো বৈভব অরোরার জায়গায়।
শার্দুল যে নাইটদের প্রথম একাদশে ফিরতে চলেছেন, সেই ইঙ্গিত প্রথম দিয়েছিল এবিপি লাইভ। শুক্রবারই লেখা হয়েছিল যে, শার্দুল ফিট। নেটে দীর্ঘক্ষণ বল করেছেন। সব কিছু ঠিকঠাক চললে তিনি শনিবারের ম্যাচে খেলবেন। শেষ পর্যন্ত সেই খবরে শিলমোহর দিয়েছে কেকেআর। শনিবারের ম্য়াচে খেলানো হচ্ছে মুম্বইয়ের তারকা ক্রিকেটারকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রায় কোণঠাসা জায়গা থেকে দলকে বার করে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। ব্যাটে-বলে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিদের বিরুদ্ধে ছিলেন কেকেআরের নায়ক। পরে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠের বাইরে চলে যান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। যাঁকে মজা করে সকলে লর্ড শার্দুল বলে থাকেন।
আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
জোরে বোলিং নিয়ে এমনিতেই উদ্বেগে নাইট শিবির। বিশেষ করে ভারতীয় পেসারদের নিয়ে। বেঙ্গালুরুতে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ রানে হারিয়ে দিলেও, কেকেআর টিম ম্যানেজমেন্টকে উদ্বেগে রাখছে জোরে বোলারদের ছন্দ। উমেশ যাদব আগের ম্যাচে ১ ওভারে ১৯ রান দিয়েছেন। বৈভব অরোরা ২ ওভারে খরচ করেছিলেন ২২ রান। শার্দুল ফেরায় বোলিং নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমতে পারে নাইটদের।
আরও পড়ুন: দুপুরেই যেন সন্ধ্যে নামল ইডেনে, বৃষ্টিতে স্থগিত কেকেআর বনাম গুজরাত ম্যাচ