IPL 2023: হায়দরাবাদ-লখনউ ম্যাচে অপ্রীতিকর ঘটনা! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন জন্টি রোডস
SRH vs LSG: লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস অভিযোগ তোলেন যে ফিল্ডিং করার সময় দর্শকদের ছোড়া এক বস্তু লখনউ তারকা প্রেরক মাঁকড়ের মাথায় লাগে।
হায়দরাবাদ: শনিবার হায়দরাবাদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। কিন্তু এই ম্যাচ ক্রিকেটের পাশাপাশি অন্য এক কারণেও শিরোনাম কেড়ে নিয়েছে। ম্যাচ শেষে লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস (Jonty Rhodes) অভিযোগ তোলেন যে ফিল্ডিং করার সময় দর্শকদের ছোড়া এক বস্তু লখনউ তারকা প্রেরক মাঁকড়ের (Prerak Mankad) মাথায় লাগে।
ম্যাচ চলাকালীনই লখনউ ডাগ আউট ও সেই ডাগ আউটের কাছে থাকা সানরাইজার্সের দর্শকদের মধ্যে গোল বাধে। সেই সময়ই দর্শকাশন থেকে ছোড়া এক বস্তু মাঁকড়ের মাথায় লাগে বলে জানান জন্টি। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ওরা ডাগ আউট নয়, খেলোয়াড়দের আঘাত করছিল। প্রেরক মাঁকড় লগ অনে ফিল্ডিং করার সময় ওর মাথাতেও আঘাত করা হয়। এটা একেবারে কাম্য নয়।'
গোটা বিষয়টির শুরু আব্দুল সামাদের বিরুদ্ধে এক নো-বল ডাকা নিয়ে। ১৯তম ওভারে সামাদের বিরুদ্ধে আবেশ খানের একটি বলকে মাঠের আম্পায়ার নো বল ডাকলেও, লখনউ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং তৃতীয় আম্পায়ার লখনউয়ের পক্ষেই সিদ্ধান্ত দেন। হায়দরাবাদের হয়ে নন-স্ট্রাইক এন্ডে থাকা হেনরিখ ক্লাসেনকে এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট দেখায়নি। তিনি আম্পায়রের সামনে নিজের ক্ষোভ দেখাতেও পিছপা হননি। মাঠে উপস্থিত দর্শকরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন।
এরপরেই শুরু হয় বিবাদের পালা। ঘটনার পরেই লখনউ ডাগআউটে উপস্থিত ব্যক্তিদের দর্শকদের দিকে আঙুল দেখিয়ে কিছু অভিযোগ করতে দেখা যায়। যদিও ঠিক কী নিয়ে দর্শকরা উত্তেজিত হন, সেটা জানা না গেলেও, এই ঘটনার পরেই তাঁরা লখনউ ডাগ আউটের দিকে নাটবল্টু ছুড়তে থাকে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। পরিবেশ আরও উতপ্ত হয়ে যায়। এমনকী আম্পায়ারদের লখনউয়ের ডাগ আউটে গিয়ে পরিবেশ শান্ত করার প্রয়াস করতেও দেখা যায়।
লখনউ ডাগ আউটে উপস্থিত অ্যান্ডি ফ্লাওয়ারকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। দুই দলের দুই প্রোটিয়া তারকা ক্লাসেন ও ডিককও দীর্ঘ আলোচনা করেন। কিছুটা সময় পরে খেলা ফের শুরু হয়। ম্যাচের প্রথম ইনিংস শেষে ক্লাসেন গোটা ঘটনাটি নিয়ে নিজের হতাশাও প্রকাশ করেন। তিনি বলেন, 'দর্শকদের ব্যবহারে খুবই হতাশ। এমনটা তো কেউই দেখতে চায় না। ম্যাচটা স্থগিত হওয়ায় আমাদের ছন্দটা কেটে যায়। তবে আম্পায়ারিংও যে খুব ভাল হয়েছে, তা বলা যাবে না।'
আরও পড়ুন: গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি