Jonty Rhodes Viral: বৃষ্টিতে লখনউ-সিএসকের ম্যাচ ভেস্তে গেলেও, নিজের সৌজন্যে মন জিতলেন জন্টি
LSG vs CSK: বৃষ্টির জন্য সিএসকে-লখনউয়ের ম্যাচ অমীমাংসিতই শেষ হয়।
![Jonty Rhodes Viral: বৃষ্টিতে লখনউ-সিএসকের ম্যাচ ভেস্তে গেলেও, নিজের সৌজন্যে মন জিতলেন জন্টি IPL 2023: LSG Jonty Rhodes always an asset in the field helping ground staff watch Jonty Rhodes Viral: বৃষ্টিতে লখনউ-সিএসকের ম্যাচ ভেস্তে গেলেও, নিজের সৌজন্যে মন জিতলেন জন্টি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/03/ff174cb4ff6a99eaaeac6a03c3a405561683126977667507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: বুধবার, ৩ মে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। বৃষ্টির জন্য এই ম্যাচ অমীমাংসিতই শেষ হয়। লখনউয়ের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এরপর আর খেলা সম্ভব হয়নি। ম্যাচ বাতিল করতে হয়। এই বৃষ্টির সময়েই নিজের সৌজন্যবোধে সকলের মন জিতলেন লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস (Jonty Rhodes)।
মন জিতলেন জন্টি
বৃষ্টির সময় মাঠ ঢাকার জন্য মাঠকর্মীরা তড়িঘড়ি কভার টেনে আনার সময়ই তাঁদের সঙ্গে হাত লাগান জন্টিও। কিংবদন্তি প্রোটিয়া ক্রিকেটারকে তাঁদের সঙ্গে মিলে পূর্ণ দমে কভার টেনে মাঠ ঢাকতে দেখা যায়। জন্টির এই ব্যবহারই নেটপাড়ার মন জিতেছে। তাঁর কভার টানার ভিডিওটি বেশ ভাইরালও হয়েছে। এমনকী আইপিএলের তরফেও জন্টির কভার টানার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আইপিএলের তরফে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'সকলকে রক্ষা করতে জন্টি রোডস চলে এসেছেন। লখনউয়ের মাঠ কর্মীদের সাহায্যের জন্য লোকের কোনও অভাব নেই।'
.@JontyRhodes8 to the rescue 😃👌🏻
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
No shortage of assistance for the ground staff in Lucknow 😉#TATAIPL | #LSGvCSK pic.twitter.com/CGfT3dA94M
ম্যাচের বিবরণ
ম্যাচ (IPL 2023) শুরু হওয়ার আগে এক দর্শক সম্প্রচারকারী চ্যানেলে বলছিলেন, 'আমি ধোনির বিরাট বড় ফ্যান। চাই ধোনি ভাল খেলুক। তবে আমাদের শহরের দল হেরে যাক সেটাও চাই না। সবচেয়ে ভাল হয় ১ পয়েন্ট করে ভাগাভাগি হয়ে গেলে।'
সেই সমর্থকের কথা যে এরকম অক্ষরে অক্ষরে ফলে যাবে, হয়তো কেউই ভাবেননি। বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস (LSG vs CSK) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ফলে দুই দলের ভাঁড়ারেই এল এক পয়েন্ট করে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল গুজরাত টাইটান্স। ১০টি করে ম্যাচ খেলে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস, দুই দলেরই পয়েন্ট দাঁড়াল ১১। তবে রান রেটে সামান্য এগিয়ে লখনউ। তাদের নেট রান রেট ০.৬৩৯। সিএসকে-র নেট রান রেট ০.৩২৯। সেই কারণে লখনউ রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। চেন্নাই রয়েছে তিন নম্বরে।
আরও পড়ুন: বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)