IPL 2023: সতীর্থদের উপস্থিতিতে মাইলফলক ম্যাচে বিশেষ উপহার পেলেন ধোনি
MS Dhoni: আইপিএলে সবমিলিয়ে ২১৪ ম্যাচে টুর্নামেন্টে নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে ১২৫ ম্যাচে জয় পেয়েছেন ধোনি।
চেন্নাই: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকের (CSK vs RR) ম্য়াচটি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) জন্য বিশেষ ছিল। তিনি ম্যাচ জেতাতে না পারলেও, এদিন হলুদ ব্রিগেডের হয়ে টস করতে নেমেই নতুন মাইলফলক স্পর্শ করেন ধোনি। সিএসকের (CSK) অধিনায়ক হিসাবে এটি ধোনির ২০০তম ম্যাচ ছিল। প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে কোনও দলকে ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন 'ক্যাপ্টেন কুল'।
ধোনিকে উপহার
এই উপলক্ষ্যেই ম্যাচের আগে এক বিশেষ স্মারক উপহার পান ধোনি। প্রাক্তন আইসিসি সভাপতি এন শ্রীনিবাসন, সিএসকের কর্ণধার সংস্থার ম্যানেজিং ডিরেক্টরও বটে, তিনিই সিএসকের তরফে মাহির এক হাতে বিশেষ স্মারক উপহার হিসাবে তুলে দেন। ধোনি হাসিমুখে সেই উপহার গ্রহণও করেন। সিএসকে সতীর্থ তথা কোচিং স্টাফরা সকলেই ধোনির এই বিশেষ পুরস্কার গ্রহণের সময় মাঠে উপস্থিত ছিলেন। ধোনিকে স্মারক দেওয়ার এই ভিডিওটি সিএসকের তরফে তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়।
Freeze this frame and keep it roaring forever Thala!#Thala200 #WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/N1moBy2jOu
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2023
প্রসঙ্গত, আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়াও রাইজিং পুণে সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন ধোনি। তিনি আইপিএলে সবমিলিয়ে ২১৪ ম্যাচে টুর্নামেন্টে নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে ১২৫ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। জয়ের শতকরা হারও বেশ ঈর্ষণীয়। অধিনায়ক হিসাবে নিজের ৫৮.৪১ শতাংশ ম্যাচ জিতেছেন। মোট ৮৮ ম্যাচ হারতে হয়েছে ধোনির নেতৃত্বাধীন দলকে আইপিএলে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ২৩৮টি ম্যাচ খেলেছেন ধোনি। তবে দুর্ভাগ্যবশত মাইলফলক গড়ার দিনে ব্যাট হাতে ঝোড়ো ৩২ রানের ইনিংস খেলেও হারতে হল মাহিকে।
সিএসকের পরাজয়
শেষ ৩ ওভারে বাকি ৫৪ রান। রাজস্থান রয়্যালসের ১৭৫/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২২/৬। কিন্তু তবু আশা হারাননি সিএসকে ভক্তরা। কেন? ক্রিজে রয়েছেন থালাইভা মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। সঙ্গী বহু যুদ্ধের সৈনিক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।
বুড়ো হাড়ে ভেল্কি প্রায় দেখিয়ে দিয়েছিলেন ধোনি। পরের ৩ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল সিএসকে। শেষ পর্যন্ত ১৭২/৬ স্কোরে আটকে গেল চেন্নাই। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন ধোনি। মারলেন একটি চার ও তিনটি ছক্কা। ১৫ বলে ২৫ রান করলেন জাডেজা। সপ্তম উইকেটে মাত্র ২৬ বলে ৫০ রান যোগ করেছিলেন দুজনে। সন্দীপ শর্মার শেষ ওভারে শেষরক্ষা হল না। ছক্কা হাঁকিয়ে শুরু করেও, পরপর তিন ইয়র্কারে খেই হারাল সিএসকে। ঘরের মাঠে মাত্র ৩ রানে ম্যাচ হারতে হল সিএসকে-কে।
আরও পড়ুন: নকল আইপিএল টিকিট ছাপিয়ে প্রতারণার ফাঁদ, নয়াদিল্লিতে গ্রেফতার ৫