IPL 2023: পার্পল ক্যাপ জয়ের দৌড়ে আজ একে অপরকে টেক্কা দেওয়ার পালা উড, চাহালের
IPL 2023 Stat: লখনউয়ের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। যেই দলে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনিও এখনও পর্যন্ত ঝুলিতে পুরে নিয়েছেন ১১ উইকেট।
কলকাতা: আইপিএলে সর্বাধিক উইকেট প্রাপকের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন মার্ক উড। লখনউ সুপারজায়ান্টস দলের জার্সিতে এবারের টুর্নামেন্টে খেলছেন তিনি। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ১১ উইকেট নেওয়া উড আজকে ফের একবার মাঠে নামবেন। লখনউয়ের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। যেই দলে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনিও এখনও পর্যন্ত ঝুলিতে পুরে নিয়েছেন ১১ উইকেট। তবে একটি ম্য়াচ বেশি খেলায় তিনি তালিকায় উডের থেকে পিছিয়ে রয়েছেন। তবে আজকের ম্যাচে একে অপরকে টেক্কা দেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে উড ও চাহালের কাছে। এঁরা ২ জন ছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছেন গুজরাত টাইটান্সের রশিদ খান। তাঁর ঝুলিতেও এখনও পর্যন্ত রয়েছে ১১ উইকেট। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মহম্মদ শামি ও তুষার দেশপাণ্ডে। ২ জনেই ১০ টি করে উইকেট নিয়েছেন।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে কে এগিয়ে?
এই তালিকায়ও গতকালের পর তেমন কোনও পরিবর্তন হয়নি। ৫ ম্যাচে ২৫৯ রান করে তালিকায় শীর্ষেই রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি। কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার ৫ ম্যাচে ২৩৪ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবন ৪ ম্যাচে ২৩৩ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। তালিকায় পরের দুটো নাম ডেভিড ওয়ার্নার ও শুবমন গিল।
পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে?
একটানা তিনটি ম্যাচে জয়। প্রথম জোড়া ম্যাচে হারলেও টানা তিন ম্যাচে জিতে ফের আইপিএলে (IPL) চেনা ছন্দে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাশাপাশি এক লাফে আট নম্বর থেকে ছয় নম্বরে পৌঁছে গেল রোহিত শর্মা (Rohit Sharma) ব্রিগেড। ৫ ম্যাচে ৬ পয়েন্টের পাশাপাশি এই মুহূর্তে তাদের রান রেট - ০.১৬৪। পঞ্চম ম্যাচে নামার আগে তাদের রান রেট ছিল - ০.৩৮৯। সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একটা ধাপ করে নিচে নামিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে আইপিএলের এবারের পয়েন্ট তালিকায় যথাক্রমে সাত ও আট নম্বরে রয়েছে কেকেআর ও আরসিবি।
প্রসঙ্গত, লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্টও ৬। অর্থাৎ একই পয়েন্টে মুম্বইয়ের সঙ্গে রয়েছে আরও চার দল। পার্থক্য শুধু রান রেটের। তাই একটি ম্যাচের ফলাফল আমূল বদলে দিতে পারে আইপিএলের পয়েন্ট তালিকার চিত্রটাই। পাশাপাশি পঞ্চম ম্যাচে তৃতীয় হারের পর ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নয় নম্বরেই রইল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)।