IPL 2023 Opening Ceremony: অস্কারজয়ী গানে নেচে আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতালেন রশ্মিকা
IPL 2023: নিজের অভিনীত সুপারহিট পুষ্পা সিনেমার স্বামী, শ্রীবল্লি গানেও নাচলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন তমন্না ভাটিয়াও। তিনি নাচলেন জনপ্রিয় 'টম টম' গানে।
আমদাবাদ: অস্কারের মঞ্চে ঝড় তুলেছিল। জিতে নিয়েছিল চলচ্চিত্র দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার। 'আরআরআর' সিনেমার নাট্টু নাট্টু (Nattu Nattu) গান জিতে নিয়েছিল অস্কার।
এবার আইপিএলের (IPL) উদ্বোধনী মঞ্চ মাতিয়ে দিল নাট্টু নাট্টু গান। অস্কারজয়ী গানের ছন্দে নাচলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandana)। উদ্বেলিত হয়ে উঠল আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জনতা।
তবে রশ্মিকা শুধু নাটু নাটুতেই থামেননি। নিজের অভিনীত সুপারহিট পুষ্পা সিনেমার স্বামী, শ্রীবল্লি গানেও নাচলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন তমন্না ভাটিয়াও। তিনি নাচলেন জনপ্রিয় 'টম টম' গানে।
Sound 🔛@iamRashmika gets the crowd going with an energetic performance 💥
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
Drop an emoji to describe this special #TATAIPL 2023 opening ceremony 👇 pic.twitter.com/EY9yVAnSMN
তিন বছর পর আইপিএল (IPL) ফিরছে পুরনো ফর্ম্যাটে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দশ দল। করোনা আতঙ্কে যে পদ্ধতি স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অতিমারির অভিশাপ কাটিয়ে ফের আইপিএল যেন নতুন করে প্রাণ পেল। আর সেই মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চেষ্টার কসুর করেনি। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে হাজির হলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। আর বাঙালি গায়কের সুরে উদ্বেলিত হল আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
ক্রিকেটীয় দ্বৈরথ শুরু হওয়ার আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচারের আলো কাড়লেন অরিজিৎ সিংহ। যাঁর পরিচয় দিতে গিয়ে সঞ্চালিকা মন্দিরা বেদি বললেন, 'ভয়েস অফ লাভ'। ভালবাসার কণ্ঠস্বর। অরিজিৎ মঞ্চে উঠলেন। পিয়ানো বাজিয়ে গান শুরু করলেন। আলিয়া ভট্টের রাজি সিনেমার গান, 'অ্যায় বতন মেরি বতন...'।
তারপর একে একে ৮৩-র 'লেহরা দো', ব্রহ্মাস্ত্র-র 'ইশক হ্যায় তেরা... কেসরিয়া', অ্যায় দিল হ্যায় মুশকিলের 'চন্না মেরেয়া মেরেয়া'। উদ্বেলিত হয়ে উঠল কানায় কানায় ভরা গ্যালারি। অরিজিৎ গেয়ে চললেন, 'রে ফকিরা... মান জা...', কবীর সিংহ সিনেমার 'বাতে দিলকি নজরো নে কী'। সুরকার প্রীতম সুরে সঙ্গত করছিলেন।
তবে সবাই যেন অপেক্ষা করেছিলেন একটি গানের জন্যই। শাহরুখ খানের সুপারহিট ফিল্ম পাঠানের 'ঝুমে জো পাঠান'। অরিজিতের কণ্ঠ যেন মাদকতা তৈরি করল। এমনকী, পা মেলাতে দেখা গেল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকেও।
পরে গাড়িতে করে পুরো মাঠ প্রদক্ষিণ করলেন অরিজিৎ। সঙ্গে সঙ্গে হাঁটলেন ১২ জন। ২ জনের হাতে ধরা জাতীয় পতাকা। ১০ জনের হাতে ১০ দলের ফ্ল্যাগ। অরিজিৎ গেয়ে চললেন, 'ও দেবা দেবা..'।
পরে দুই দলের অধিনায়কের সঙ্গে পরিচয়পর্ব সারলেন। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে রইল অরিজিৎ-ময়।