IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপ তালিকার শীর্ষে শামির দৌরাত্ম্য অব্যাহত, তালিকায় এগলেন পীযূষ
IPL 2023: পার্পল ক্যাপের দৌড়ে থাকা প্রথম পাঁচ বোলারের চারজনই এখনও নিজের উইকেট তালিকায় সংযোজন ঘটাতে পারেন।
কলকাতা: আর দুইটি ম্যাচ, তারপরেই নির্ধারিত হয়ে যাবে এবারের আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে টুর্নামেন্টের লড়াই। তবে টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসেও পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে গুজরাত টাইটান্স বোলারদের দাপট অব্যাহত। এখনও টুর্নামেন্টের দুই সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের তালিকায় রয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami) ও রশিদ খান। তালিকায় এগলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা স্পিন বোলার পীযূষ চাওলাও (Piyush Chawla)।
এগলেন পীযূষ
শামির দখলে আপাতত ১৫ ম্যাচে ২৬ উইকেট রয়েছে। শামি ১৭.৮৪ গড়ে ও ৭.৬৬ ইকোনমিতে নিজের উইকেটগুলি নিয়েছেন। তাঁর ঠিক পিছনেই রয়েছেন তাঁরই সতীর্থ রশিদ খান। রশিদের দখলে শামির সমসংখ্যক ম্যাচ খেলে রয়েছে ২৫টি উইকেট রয়েছে। আফগান তারকা স্পিনারের ইকোনমি ৭.৯১ এবং গড় ১৯। এই দুই তারকা পার্পল ক্যাপ দৌড়ে বাকি বোলারদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। শামি ও রশিদের পরে তালিকায় তৃতীয় স্থান মুম্বইয়ের স্পিনার পীযূষ।
আইপিএলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক পীযূষ। এ মরসুমে তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন। আইপিএলে এর আগে নিজের বর্ণময় কেরিয়ারে এক মরসুমে এর থেকে বেশি উইকেট নেননি পীযূষ। মুম্বইয়ের হয়ে এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চার ওভারে ২৮ রানের বিনিময়ে একটি উইকেট নেন এই অভিজ্ঞ স্পিনার। এর সুবাদেই তিনি তুষার দেশপাণ্ডে ও যুজবেন্দ্র চাহালকে পিছনে পার্পল ক্যাপ তালিকায় তিন নম্বরে উঠে এলেন।
ত্রয়ীর সমান উইকেট
তুষার, যুজবেন্দ্র ও পীযূষ, এই ত্রয়ীর সকলের দখলেই ২১টি করে উইকেট থাকলেও, ইকোনমির ভিত্তিতে এগিয়ে পীযূষ। পল্টন তারকার ইকোনমি ৭.৭৫, সেখানে যুজবেন্দ্র ইকোনমি ৮.১৭ এবং তুষারের ৯.৬১। সেই কারণেই পীযূষ পার্পল ক্যাপ তালিকায় তিন, যুজবেন্দ্র চার ও তুষার পাঁচে রয়েছেন। রাজস্থান রয়্যালস টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় যুজবেন্দ্রর কাছে তাঁর উইকেট তালিকায় সংযোজন ঘটানোর আর কোনও সুযোগ নেই।
তবে প্রথম পাঁচে থাকা বাকি চার তারকার দলই এখনও অন্তত একটি করে ম্যাচ খেলবে। তাই তাঁরা কিন্তু সকলেই লিগ তালিকায় এগতে বা পিছতে পারেন। প্রসঙ্গত, প্রথম পাঁচের পরেই ষষ্ঠ স্থানে রয়েছেন কেকেআর তারকা বরুণ চক্রবর্তী, তাঁর দখলে রয়েছে ২০টি উইকেট।
আরও পড়ুন: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?