IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া তুষারের, শীর্ষে শামি-রাজই অব্য়াহত
IPL 2023: আপাতত তিন তারকা চলতি আইপিএলে যুগ্মভাবে সর্বোচ্চ ১৯ উইকেটের মালিক।
চেন্নাই: আইপিএলের পার্পল ক্যাপ (IPL 2023 Purple Cap) তালিকার শীর্ষে জাম। এক, দুই নয়, তিন তিন তারকার দখলে সমান সংখ্যক উইকেট রয়েছে। বুধবার, ১০ মে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একটি উইকেট নিলেই সেই জাম থেকে বেরিয়ে শীর্ষে জায়গা করে নিতেই পারতেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। তবে তিনি তা করতে ব্যর্থ হন। উইকেটশূন্য তুষার শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করায় পার্পল ক্যাপের শীর্ষে গুজরাত টাইটান্সের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির (Mohammed Shami) দাপট অব্যাহত।
শামি, তুষারের পাশাপাশি রশিদ খানের দখলেও লিগ সর্বোচ্চ ১৯টি উইকেট রয়েছে। তবে তিন তারকার মধ্যে পার্থক্য রয়েছে ইকোনমিতে। সেই ভিত্তিতেই শামি সবার উপরে এক নম্বরে রয়েছেন। শামি ১১ ম্যাচে ১৬.৩৬ গড় ও ৭.২৩ ইকোনমিতে ১৯টি উইকেট নিয়েছেন। গুজরাতের আরেক তারকা বোলার রশিদ খানের ইকোনমি ৮.০৯। তুষারের ইকোনমি কিন্তু এই দুইজনের থেকে অনেকটাই বেশি। তুষার ১০.০১ ইকোনমিতে ১১ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন। তাই তিনি আপাতত অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন।
অপরদিকে, তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানও এই ইকোনমির ভিত্তিতেই নির্ধারিত করা হয়েছে। আপাতত চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। গত মরসুমে যেখানে তিনি দলই পাননি, সেখানে এ মরসুমে নিজের পারফরম্যান্সে চাওলা প্রমাণ করে দিয়েছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। চাওলা ১১ ম্যাচে মোট ১৭টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৭.৪৬ ও গড় ১৮.৮৮। পাঁচ নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণের দখলেও ১৭টি উইকেটই রয়েছে। তবে বরুণের ইকোনমি (৭.৮৪), পীযূষের থেকে বেশি হওয়ায় তিনি পাঁচ নম্বরে রয়েছেন।
যুজবেন্দ্র চাহালের ইকোনমি (৮.০৮) আবার বরুণের থেকেও খানিকটা বেশি। তাই তাঁর দখলে বরুণ ও পীযূষের সমান সংখ্যক উইকেট থাকলেও, তিনি আপাতত উক্ত দুই তারকার পিছনে ছয় নম্বরে রয়েছেন। কেকেআরের আরেক তারকা স্পিনার সুয়াশ শর্মা এ মরসুমেই আইপিএলে অভিষেক ঘটিয়েছেন। তিনি নিজের দক্ষতায় সকলকেই প্রভাবিত করেছেন। আট ম্য়াচে ১০ উইকেটে সুয়াশ আপাতত পার্পল ক্যাপের দৌড়ে ২০ নম্বরে। অবশ্য আজ রাজস্থান রয়্যালস-কেকেআর ম্যাচে চাহাল, বরুণ, সুয়াশ সকলের সামনেই এই তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।