IPL 2023: ধোনিদের আটকাতে গুজরাতের ট্রামকার্ড রশিদই: সহবাগ
IPL 2023, CSK vs GT: চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে হার্দিকের শিবিরের তুরুপের তাস হতে পারেন এই আফগান লেগি, এমনই মনে করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
চেন্নাই: দেখতে দেখতে ষোড়শ আইপিএলের (IPL 2023 )অন্তিমলগ্ন চলে এসেছে। আজ কোয়ালিফায়ার ১ -এর ম্যাচে চেন্নাই-গুজরাত মহারণ। আর এই লড়াইয়ে গুজরাতকেই কিছুটা এগিয়ে রাখছেন বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। তার কারণ রশিদ খান (Rashid Khan)। চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে হার্দিকের শিবিরের তুরুপের তাস হতে পারেন এই আফগান লেগি, এমনই মনে করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
কী বলছেন রশিদ খান?
সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে সহবাগ বলেন, ''আমার মনে হয় চেন্নাই-গুজরাত ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন রশিদ। এই মরসুমের সবচেয়ে সফল বোলার ও। প্রয়োজনের সময়ে পার্টনারশিপ ভেঙে উইকেট তুলতে ওস্তাদ। চেন্নাইয়ের বিরুদ্ধে যখনই উইকেটের প্রয়োজন পড়বে, তখনই হার্দিক রশিদকে ডেকে আনবে বলেই আমার মনে হয়। এভাবেই নিজেকে গড়ে তুলেছেন রশিদ। আমি নিশ্চিত সিএসকের ব্য়াটিং লাইন আপকে রশিদের সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।'' উল্লেখ্য, চিপকের পিচ সাধারণত স্পিনিং সহায়ক হয়ে থাকে। তাই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত যদি নেন হার্দি, তবে সময় যত এগােব ততই পিচের স্পিনাররা আরও বেশি করে সাহায্য পাবেন।
লিগ টেবিলে শীর্ষে থেকে প্লে অফে পৌঁছেছে গুজরাত টাইটান্স। তাঁরা আগের বারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে অভিষেকেই গত বছর খেতাব ঘরে তুলেছিল হার্দিক পাণ্ড্যর দল। এবারও তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধেও ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির। অন্যদিকে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে। তারা লিগে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল।
সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ''টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই ও গুজরাত। দুটো দলই তাঁদের একাদশে খুব একটা বদল করে না। একটা কোর টিম হিসেবেই খেলে। ২ দলের কোচ ও টিম ম্যানেজমেন্টও দারুণভাবে দলের ছেলেদের সামলাচ্ছেন। আলাাদা কোনও চাপ আসতে দেন না তাঁরা। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হতে চলেছে চিপকে।''
ধোনির অধিনায়কত্বের সঙ্গে অনেকে হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরনের মিল পাচ্ছেন। সিনিয়র ক্রিকেটারদের ওপর ভরসা দেখানো, জুনিয়র ক্রিকেটারদের দায়িত্ব দেওয়া, গোটা দলকে মানসিকভাবে তরতাজা রাখা... হার্দিক যে ক্যাপ্টেন কুলের ছায়া। পুরস্কারও পেয়েছেন। গত মরসুমে প্রথমবার নেমেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। হার্দিকের নেতৃত্বে।