IPL 2023 Pitch Report: রেকর্ড ছক্কা চিন্নাস্বামীতে, ধোনি-কোহলি টক্করেও উঠতে পারে রানের ঝড়
RCB vs CSK: আইপিএলে ধুন্ধুমার লড়াই। একদিকে মহেন্দ্র সিংহ ধোনি আর তাঁর চেন্নাই সুপার কিংস (CSK)। অন্যদিকে ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। যে দলের হৃদপিণ্ড বিরাট 'কিংগ কোহলি'।
![IPL 2023 Pitch Report: রেকর্ড ছক্কা চিন্নাস্বামীতে, ধোনি-কোহলি টক্করেও উঠতে পারে রানের ঝড় IPL 2023 RCB to play against CSK get to know pitch report M. Chinnaswamy Stadium their records know details IPL 2023 Pitch Report: রেকর্ড ছক্কা চিন্নাস্বামীতে, ধোনি-কোহলি টক্করেও উঠতে পারে রানের ঝড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/1ac75f306aeef3c69c743f0cc3ad4581168172787536250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: সপ্তাহের প্রথম দিনই আইপিএলে (IPL) ধুন্ধুমার লড়াই। একদিকে মহেন্দ্র সিংহ ধোনি আর তাঁর চেন্নাই সুপার কিংস (CSK)। অন্যদিকে ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। যে দলের হৃদপিণ্ড বিরাট 'কিংগ কোহলি'। ষোড়শ আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও রয়েছেন। সোমবার চিন্নাস্বামীর দ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে।
আর সেই ম্যাচের আগে সকলের আগ্রহের কেন্দ্রে বাইশ গজ। বেঙ্গালুরুর উইকেট কেমন? রানের ঝড় বইবে, নাকি ছড়ি ঘোরাবেন বোলাররা?
সাধারণত চিন্নাস্বামীর পিচ ব্যাটারদের স্বর্গ। নৈশালোকে শিশিরে অনেক সময় বল দ্রুত গতিতে যায়। মাঠের বাউন্ডারি ছোট হওয়াটা বেশি রান ওঠার ক্ষেত্রে অনুঘটকের কাজ করে। এই মাঠে এবারের আইপিএলে তিনটি ম্যাচ হয়েছে। তাতে ৫৭টি ছক্কা হয়েছে। এবারের আইপিএলে এক মাঠে সবচেয়ে বেশি ছক্কার নজির এটাই। ম্য়াচের সময় আবহাওয়ার ভাল থাকবে বলে পূর্বাভাস। বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কোনও আশঙ্কা নেই।
চোট আঘাতই সিএসকে-র সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পরের ৬ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচই খেলতে হবে বাইরের মাঠে। যে ম্যাচগুলিতে জোরে বোলিং বিভাগ সাজানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফ্লেমিংয়ের।
চোটের তালিকায় কারা?
দীপক চাহার। সিসান্দা মাগালা। সিমরজিৎ সিংহ। বেন স্টোকস। তার ওপর সদ্য করোনামুক্ত হয়েছেন মাথিশা পাথিরানা। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যত বাধ্য হয়ে তাঁকে মাঠে নামাতে হয়েছিল সিএসকে শিবিরকে।
চোট রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরেও। সোমবার ঘরের মাঠে সিএসকে-র বিরুদ্ধে খেলবে আরসিবি। তবে প্রতিপক্ষের তুলনায় অনেক ভাল জায়গায় রয়েছে তারা। বিশেষ করে বোলিং বিভাগে। দুরন্ত ছন্দে মহম্মদ সিরাজ। ছন্দ ফিরে পেয়েছেন হর্ষল পটেলও। স্থানীয় পেসার বিজয়কুমার বিশাক প্রথম ম্যাচেই নজর কেড়ে নিয়েছেন। নেট বোলার থেকে তাঁর প্রথম একাদশে অন্তর্ভুক্তির কাহিনি সিনেমার চিত্রনাট্যের মতো। বল হাতে গ্লেন ম্যাক্সওয়েলকে এই আইপিএলে মাত্র ১ ওভার দেখা গিয়েছে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনিও। বাঁহাতি সমৃদ্ধ সিএসকে ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে অফস্পিনার ম্যাক্সওয়েলের ভূমিকা তাৎপর্যপূর্ণ হতে পারে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৭৪ রানের পুঁজি নিয়ে কামাল করেছিলেন আরসিবি বোলাররা। জশ হ্যাজলউড আরসিবি শিবিরে যোগ দিলেও তিনি ফিট নন। আইপিএল দলের সঙ্গে থেকেই রিহ্যাব করবেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)