RR vs SRH Live: নাটকীয় ম্যাচে শেষ ২ ওভারে ৪১ রান তুলে রাজস্থানকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ
IPL Live: রবিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন স্পিনাররা।
LIVE
Background
জয়পুর: এক দলের কাছে এই ম্যাচ মরণ-বাঁচন। প্লে অফে যাওয়ার সামান্যতম আশা জিইয়ে রাখতে হলে বাকি ৫ ম্যাচের সবকটি জিততেই হবে সানরাইজার্স হায়দরাবাদকে (RR vs SRH)। অন্য দল অবশ্য অনেকটা সুবিধাজনক জায়গায়। ১০ ম্যাচে ১০ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। বাকি ৪ ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেও প্লে অফের দরজা খুলে যেতে পারে।
রবিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন স্পিনাররা। খুব বেশি বড় রানের ম্যাচ হবে না বলেই পূর্বাভাস। তিন স্পিনার নিয়ে খেলছে রাজস্থান। দুই অশ্বিন। সঙ্গে যুজবেন্দ্র চাহাল। তবে ট্রেন্ট বোল্টকে খেলানো হচ্ছে না রবিবার। রাজস্থান রয়্যালস খেলাচ্ছে জো রুটকে।
হায়দরাবাদ এই ম্যাচে খেলাচ্ছে না উমরন মালিককে। পাশাপাশি বসানো হয়েছে ময়ঙ্ক অগ্রবালকেও।
রাজস্থান রয়্যালসের একাদশ: জস বাটলার, যশস্বী জয়সবাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, আর অশ্বিন, সন্দীপ শর্মা, এম অশ্বিন, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদ, মার্কো জানসেন, বিভ্রান্ত শর্মা, ময়ঙ্ক মারকাণ্ডে, ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন।
RR vs SRH Live: ৪ উইকেটে রাজস্থান রয়্যালসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ
শেষ বলে ছক্কা মেরে হায়দরাবাদকে রুদ্ধশ্বাস ম্যাচে জেতালেন আব্দুল সামাদ। ৪ উইকেটে রাজস্থান রয়্যালসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
IPL Live: ২ ওভারে ৪১ রান চাই হায়দরাবাদের
১৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৭৪/৫। ম্যাচ জিততে আর ২ ওভারে ৪১ রান করতে হবে।
RR vs SRH Live: ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১০৭/১
১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১০৭/১।
IPL Live: ৩৩ রান করে ফিরলেন অনমোলপ্রীত
২৫ বলে ৩৩ রান করে ফিরলেন অনমোলপ্রীত সিংহ। ৭ ওভারের শেষে হায়দরাবাদ ৫৮/১।
RR vs SRH Live: ২০ ওভারের শেষে রাজস্থান তুলল ২১৪/২
৫৯ বলে ৯৫ রান করে ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন জস বাটলার। ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত সঞ্জু স্যামসন। ২০ ওভারের শেষে রাজস্থান তুলল ২১৪/২।