IPL 2023: আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী, সাকারিয়াদের ওপর আস্থা হারতে নারাজ সৌরভ
নিজেদের মরসুমের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫০ রানে পরাজিত হতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে।
নয়াদিল্লি: আইপিএল মরসুমের (IPL 2023) শুরুটা দিল্লি ক্যাপিটালস একেবারেই ভালভাবে করতে পারেনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫০ রানে পরাজিত হতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। তবে সেই হতাশাকে ঝেড়ে ফেলতে বদ্ধপরিকর দিল্লির তারকারা। ঘরের মাঠ কোটলায় চার বছর পর আজকেই আবারও খেলতে নামছে দিল্লি, প্রতিপক্ষ গুজরাত টাইটান্স (Delhi Capitals vs Gujarat Titans)। সেই ম্যাচে দলের বোলাররা ভাল পারফর্ম করবেন বলে আশাবাদী ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
শক্তিশালী বোলিং আক্রমণ
ম্যাচের আগে দলের বোলিং আক্রমণ নিয়ে কথা গিয়ে সৌরভ বলেন, 'আনরিখ নোখিয়া ইতিমধ্যেই ভারতে চলে এসেছে। তবে আমরা এখনও আমাদের একাদশ নির্ধারিত করিনি। লখনউয়ের বিরুদ্ধে খলিল আমেদ ও মুকেশ (কুমার) ভালই বল করেছিল। চেতন সাকারিয়া নিজের প্রথম দুই ওভারে ভাল বল করলেও, শেষের দুই ওভারে একটু রান খরচ করেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা তো হতেই পারে। আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী এবং আশা করছি যে গুজরাতে বিরুদ্ধে আমরা ভালই পারফর্ম করব।'
প্রমোশন পাবেন অক্ষর?
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন অক্ষর পটেল (Axar Patel)। তবে লখনউয়ের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নামেন অক্ষর। অনেকেই মনে করছেন তাঁকে একটু বেশিই নীচের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল। তাঁকে কি গুজরাতের বিরুদ্ধে ওপরের দিকে ব্যাট করতে পাঠানো হবে? জবাবে সৌরভ বলেন, 'অক্ষর কত নম্বরে ব্যাট করবে, সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আশা করছি আসন্ন ম্যাচগুলি ও ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাবে। ভারতের হয়ে সাম্প্রতিক সময়ে তো ও দারুণ ব্যাট করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে অনেক রান করেছিল অক্ষর। আশা করছি ও আমাদের হয়েও ব্যাট হাতে জ্বলে উঠবে।'
মাঠে ফিরছনে পন্থ!
ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের হয়ে খেলতে না পারলেও, ক্যাপিটালসকে সমর্থন জানাতে যে তিনি ঘরের ম্যাচগুলিতে কোটলায় থাকার চেষ্টা করবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পন্থ। যেমন কথা তেমনই কাজ। মঙ্গলবার যে পন্থ সশরীরে কোটলায় উপস্থিত থাকবেন, সে কথা দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সোমবারই জানিয়ে দেওয়া হল।
দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব রজন মনচন্দা (Rajan Manchanda) পন্থের কোটলায় উপস্থিতির কথা ঘোষণা করে জানান, 'আমাদের সমর্থকদের জন্য সুখবর। চোট থাকা সত্ত্বেও ঋষভ পন্থ ওর দলকে সমর্থন জানাতে আসছে। ও দিল্লির তারকা। আশা করছি উপস্থিত সমর্থকরা সকলেই করতালির মাধ্যমে ওকে স্বাগত জানাবেন।' প্রসঙ্গত, ৩০ মার্চ দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছিলেন দিল্লি ক্রিকেট সংস্থা পন্থকে স্বাগত জানাতে তৈরি। তিনি যদি মাঠে তাঁর দলের হয়ে গলা ফাটাতে আসতে চান, তাহলে পন্থ অবশ্যই আসতে পারেন এবং তার জন্য় একটি বিশেষ ব়্যাম্পও তৈরি করা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন: লখনউকে হারিয়েও সন্তুষ্ট নন ধোনি, বোলারদের দিলেন সতর্কবার্তা