SRH vs DC Match Preview: ব্যাটিং ব্যর্থতায় জেরবার দুই দল, হায়দরাবাদের বিরুদ্ধে আজ দিল্লির ভরসা ওয়ার্নারের রেকর্ড
IPL 2023, SRH vs DC: দশ দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে এক দলের অবস্থান ৯। আরেক দলের ১০। সোমবার আইপিএলে (IPL 2023) মুখোমুখি সেই সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ও দিল্লি ক্যাপিটালস (DC)।
হায়দরাবাদ: দশ দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে এক দলের অবস্থান ৯। আরেক দলের ১০। সোমবার আইপিএলে (IPL 2023) মুখোমুখি সেই সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ও দিল্লি ক্যাপিটালস (DC)। ৬ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট-সহ ন'নম্বরে রয়েছে হায়দরাবাদ। সমসংখ্যক ম্যাচে দিল্লি জিতেছে মাত্র একটিতে। ২ পয়েন্ট-সহ সকলের নীচে ডেভিড ওয়ার্নাররা।
হায়দরাবাদ ম্যাচের আগে ব্যাটিং চিন্তায় রাখছে দিল্লি শিবিরকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগের ম্যাচে সামান্য রানের লক্ষ্য তাড়া করতে নেমেও কেঁপে গিয়েছিল দিল্লি। ডেভিড ওয়ার্নার ও অক্ষর পটেল ছাড়া আর কেউই রানের মধ্যে নেই। ৬ ম্যাচের শেষে একমাত্র এই দুই ব্যাটারের মোট রান সংখ্যা একশো ছাড়িয়েছে।
সবচেয়ে বড় কাঁটা ওপেনার পৃথ্বী শ-কে নিয়ে। ৬ ইনিংসে মাত্র ৪৭ রান করেছেন পৃথ্বী। ব্য়াটিং গড়? ৭.৮৩। প্রত্যেক ম্যাচে পাওয়ার প্লে-র মধ্যেই আউট হয়ে গিয়েছেন। মিডল অর্ডারও ব্যর্থ। মিচেল মার্শ ৪ ম্যাচ খেলে ৬ রান করেছেন। তিন ম্যাচে ৭ রান রোভম্যান পাওয়েলের। তিন ম্যাচে ৪৪ রান রিলি রুসৌওয়ের। আগের ম্যাচে সুযোগ পেয়ে ফিল সল্ট মাত্র ৫ রান করেছেন।
যার জেরে বারবার প্রথম একাদশে রদবদল করতে হচ্ছে দিল্লি শিবিরকে। ৬ ম্যাচে ১২টি বদল করেছে দিল্লি। এখনও পর্যন্ত এমন একটিও ম্যাচ হয়নি, যে ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন ওয়ার্নাররা।
হায়দরাবাদের বিরুদ্ধে ভরসার নাম সেই ওয়ার্নার। হায়দরাবাদের মাঠ যাঁর অন্যতম প্রিয়। এই মাঠে তিনটি সেঞ্চুরি ও ১৫টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ১৬০২ রান করেছেন শুধু এই মাঠেই। হায়দরাবাদের মাটিতে আইপিএলে এত রান কোনও ব্যাটারের নেই। তার ওপর হায়দরাবাদের বিরুদ্ধে বাড়তি তাগিদ নিয়ে নামেন ওয়ার্নার। কেই বা ভুলতে পারে ওয়ার্নারের হাত থেকে হায়দরাবাদের নেতৃত্ব ছিনিয়ে নেওয়া ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে অজি তারকার ঝামেলা। সানরাইজার্স হায়দরাবাদকে একমাত্র আইপিএল ট্রফিটাও দিয়েছিলেন ক্যাপ্টেন ওয়ার্নারই।
টপ অর্ডারের ধারাবাহিকতার অভাব ভাবাবে হায়দরাবাদকে। কেকেআরের বিরুদ্ধে ইডেনে সেঞ্চুরি ছাড়া আর কিছুই করতে পারেননি ব্রুক। রাহুল ত্রিপাঠি, এইডেন মারক্রাম কেউই ছন্দে নেই। অলরাউন্ডারের ভূমিকা দেওয়া হলেও ওয়াশিংটন সুন্দর নজর কাড়ার মতো কিছু করতে পারেননি। এবারের আইপিএলে ১৩.৪ ওভার বল করে একটিও উইকেট পাননি সুন্দর। ব্যাটে করেছেন মাত্র ৩৬ রান। ৪ ইনিংসে।
কমলেশ নাগরকোটি পিঠের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে প্রিয়ম গর্গকে সই করিয়েছে দিল্লি। পাওয়ার প্লে-তে এখনও পর্যন্ত একটিও ছক্কা মারতে না পারা ভাবাবে দিল্লি শিবিরকে। গোটা টুর্নামেন্টেই মাত্র ১৫টি ছক্কা মেরেছেন দিল্লির ব্যাটাররা।
আরও পড়ুন: ABP Exclusive: মহাকাব্যিক মাহি! ইডেনে এলেন, দেখলেন, জয় করলেন...