IPL 2023: বিতর্কের মাঝেও ভক্তকে বুকে জড়িয়ে মন জিতলেন বিরাট
Virat Kohli: লখনউ-আরসিবির ম্যাচে বিরাট বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ই তাঁর এক ভক্ত নিরাপত্তা পেরিয়ে মাঠে ঢুকে পড়েন।
লখনউ: ভারত তথা গোটা বিশ্ব জুড়ে বিরাট কোহলির (Virat Kohli) অনুরাগীর অভাব নেই। মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার কোহলিকে একবার সামনে থেকে দেখার জন্য, স্পর্শ করার জন্য লক্ষ লক্ষ সমর্থক মুখিয়ে থাকেন। Iগতকাল আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর (LSG vs RCB) ম্যাচ চলাকালীন এক বিরাট অনুরাগীর এই স্বপ্নই বাস্তবায়িত হল।
বিরাট-বন্দনা
ভারতে পাড়ায় পাড়ায় ক্রিকেটের অন্ধভক্ত খুঁজে পাওয়া যাবে। এদেশে ক্রিকেটারদেরও অনেকেই ভগবানের আসনে বসানো হয়। আর বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের নাম বললে বিরাট কোহলির নাম আসবে না, তাও আবার হয় না কি! লখনউয়ে গতকালই বিরাট বন্দনার এক ছবি ধরা পড়ল। আরসিবি বনাম সুপার জায়ান্টসের ম্যাচের সময় বাউন্ডারি লাইনে বিরাট ফিল্ডিং করছিলেন। এমন সময়ই পুলিশি নিরাপত্তা ভেদ করে আচমকাই এক ব্যক্তি গ্যালারি থেকে মাঠে প্রবেশ করেন। মাঠে প্রবেশ করেই তিনি বিরাটের পায়ে কার্যত লুটিয়ে পড়েন। বিরাটের পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। 'কিংগ কোহলি'ও তাঁর অনুরাগীকে হতাশ করেননি। অনুরাগীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে দেখা যায় কোহলিকে। নিজের প্রিয় ক্রিকেটারকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে আবার গ্যালারিতেই ফিরে যান সেই সমর্থক।
বিরাট-গম্ভীরের ঝামেলা
অবশ্য এই ম্যাচটি কিন্তু চূড়ান্ত বিতর্কের মধ্যে দিয়েই শেষ হয়। ম্যাচ শেষে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর মধ্যেকার ঝামেলা খবরের শিরোনাম কেড়ে নেয়। গতকালের ম্যাচের পর যখন দুই দলের প্লেয়াররা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় ও করমর্দন করছিলেন, তখনই গম্ভীরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কিংগ কোহলি। ২০১৩ সালে প্রথমবার মাঠে কেকেআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর-বিরাট। তখন কেকেআরের অধিনায়ক ছিলেন বাঁহাতি প্রাক্তন ওপেনার। অন্যদিকে বিরাট সেবারই আরসিবির অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই ম্যাচে আউট হওয়ার পরই বাকবিতণ্ডায় জড়িয়ে যান ২ জনে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিরাটের খারাপ ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন গম্ভীর। ২ জনের যে সম্পর্কের বরফ গলেনি, তা বোঝা গিয়েছিল চলতি বছর আইপিএলে আরসিবি-লখনউ প্রথম সাক্ষাতেই। সেই ম্যাচ শেষে লখনউয়ের জয়ের পর বিরাটের দিকে ইঙ্গিত করে 'চুপ' থাকার ইশারা করেছিলেন গম্ভীর। গতকাল যেন তারই পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বিরাট।
আসলে ঘটনার সূত্রপাত হয়েছিল লখনউয়ের ব্যাটিংয়ের সময়। মাত্র ১২৬ রানের পুঁজি রক্ষা করতে নেমে শুরু থেকই আক্রমণাত্মক মেজাজে মাঠে ফিল্ডিং করছিলেন কোহলি। লখনউ বোলার নবীন উল হকের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান তিনি। বেশ কথা কাটাকাটিও হয়। এরপর ম্যাচ শেষ হতেই ফের একবার নবীনের সঙ্গে বিরাটের কথা কাটাকাটি হয়। ঠিক সেই সময়ই গম্ভীর ও বিরাটের মধ্য়েও বিবাদ শুরু হয়।
আরও পড়ুন: কোহলি-গম্ভীরের বিবাদকে সামনে রেখে বিশেষ সতর্কবার্তা কলকাতা পুলিশের