IPL 2023: কোহলিদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে কেন ঘাবড়ে গিয়েছিলেন সিরাজ?
Mohammed Siraj: হায়দরাবাদে ঝাঁ চকচকে বাড়ি বানিয়েছেন সিরাজ। তিনি ঠিক করে রেখেছিলেন, আরসিবি যখন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাবে, নিজের নতুন বাড়িতে ক্রিকেটারদের আমন্ত্রণ করবেন।
বেঙ্গালুরু: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (SRH vs RCB)। হায়দরাবাদের ঘরের মাঠে গিয়ে এইডেন মারক্রামদের হারিয়েছে আরসিবি। হেনরিক ক্লাসেনের দুরন্ত সেঞ্চুরি ঢাকা পড়ে গিয়েছে বিরাট বিক্রমে। ৬৩ বলে সেঞ্চুরি করেছেন কোহলি।
ম্যাচ জিতে যেন জোড়া পরীক্ষায় পাশ করলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন। মাঠের বাইরের ম্যাচেও পাশ মার্ক পেয়েছেন সিরাজ। যা তাঁকে স্বস্তি দিচ্ছে।
কীরকম?
হায়দরাবাদে ঝাঁ চকচকে বাড়ি বানিয়েছেন সিরাজ। আগে থেকেই তিনি ঠিক করে রেখেছিলেন, আরসিবি যখন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাবে, নিজের নতুন বাড়িতে ক্রিকেটারদের আমন্ত্রণ করবেন। সেই মতো জোর কদমে শেষ করা হয়েছে বাড়ির কাজ।
কোহলিরা হায়দরাবাদে গিয়ে আমন্ত্রণ রক্ষা করেছেন। সতীর্থ সিরাজের বাড়িতে গিয়ে হইহই করে সময় কাটিয়ে এসেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিরাজ বলেছেন, 'আমার স্বপ্নের বাড়ি তৈরি করার পরিকল্পনা আজ বাস্তব। আমি চেয়েছিলাম আরসিবি ম্যাচের আগে বাড়ির কাজ শেষ করতে।' তারপরই যোগ করেছেন, 'আমি খুব খুশি। গর্বিত। ধন্যবাদ দেব সতীর্থ ও আরসিবি টিম ম্যানেজমেন্টকে। আমার বাড়িতে আসার জন্য। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। কী জানি ওদের পছন্দ হবে কি না। গৃহকর্তা হিসাবে স্নায়ুর চাপে ভুগছিলাম। অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখিনি।'
বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধে ঝকঝকে সেঞ্চুরি করে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়েছিলেন হেনরিক ক্লাসেন। ছয় হাঁকিয়ে সেঞ্চুরি সম্পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা।
View this post on Instagram
জবাব দিলেন বিরাট কোহলি। ছক্কা মেরে তিনিও সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। ৬৩ বলে ১০০ রান করে আউট হলেন কিংগ কোহলি। হায়দরাবাদের ১৮৬/৫ স্কোর মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৪ বল বাকি থাকতে এল জয়। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হয়ে গেল আরসিবির। চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। রান রেটে অনেকটা এগিয়ে গেল আরসিবি। প্লে অফের দৌড়েও ভালমতোই রইলেন কোহলিরা।
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি