IPL 2023: বড় ম্যাচের খেলোয়াড়! আইপিএল ফাইনালে দুরন্ত ইনিংসে নতুন ইতিহাস ঋদ্ধির
Wriddhiman Saha: আইপিএল ২০২৩ ফাইনালে সিএসকের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা।
আমদাবাদ: বছর নয়েক আগে আইপিএলের ফাইনালে (IPL Final 2023) মাত্র ৫৫ বলে এক অবিস্মরণীয় ১১৫ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান। সেবার পাঞ্জাব কিংস ফাইনালে পরাজিতই হয়েছিল। এবারের আইপিএল ফাইনালেও তাঁর দল গুজরাত টাইটান্স খেতাব হাতছাড়া করেছে, বটে এ ম্যাচেও ফের একবার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) প্রমাণ করে দিলেন তিনি ফুরিয়ে যাননি। তিনি বড় ম্যাচের খেলোয়াড়। শুধু একটি অর্ধশতরানের ইনিংসই খেললেন না, ইতিহাসও গড়লেন ঋদ্ধি।
ঋদ্ধির ইতিহাস
আইপিএল ২০২৩-র ফাইনালে ৩৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ঋদ্ধি। এই ইনিংসের সুবাদেই এক সর্বকালীন আইপিএল রেকর্ড নিজের নামে করলেন ফেললেন পাপালি। শেন ওয়াটসনের রেকর্ড ভেঙে তিনিই এখন আইপিএল ফাইনালে শতরান বা অর্ধশতরান হাঁকানো সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড়। ঋদ্ধি মঙ্গলবার ৩৮ বছর ২১৭ দিনে তাঁর প্রাক্তন দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান। এতদিন পর্যন্ত সবথেকে বেশি বয়সে (৩৭ বছর ৩২৯দিন) আইপিএল ফাইনালে শেন ওয়াটসনই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। কিন্তু সেই রেকর্ড এখন বাংলার ছেলেক দখলে।
গোটা মরসুমেই তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। তবে গুজরাত টাইটান্সের ম্যানেজমেন্ট তাঁর ওপর আস্থা রেখেছে। সেই আস্থারই প্রতিদান দিলেন ঋদ্ধি। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ও তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিল ৩৯ রানে সাজঘরে ফিরলে। গুজরাত ইনিংসের হাল ধরেন ঋদ্ধিই। সাই সুদর্শনের সঙ্গে ৬৪ রানের পার্টনারশিপে গুজরাতকে বড় রান করার ভিত গড়ে দেন। সেই ভিতে ভর করেই গুজরাত ২১৪ রান তোলে। তবে দুর্ভাগ্য়বশত তা ম্য়াচ জেতার জন্য যথেষ্ট ছিল না।
ধোনি-বন্দনায় হার্দিক
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ফাইনাল শেষে রেকর্ড পঞ্চমবার আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। এই নিয়ে রেকর্ড পঞ্চমবার আইপিএল খেতাব জিতে নিল সিএসকে। তবে সিএসকের জয়, রবীন্দ্র জাডেজার নায়কোচিত ইনিংস, মোহিত শর্মার শেষ ওভার, আম্বাতি রায়াডুর অবসর, সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দ্রুতে কেবল একজন। তিনি মহেন্দ্র সিংহ ধোনি।
ম্যাচ শেষে গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্যও ধোনিবন্দনায় মাতেন। তিনি বলেন, 'আমি ওঁর (ধোনি) জন্য খুবই খুশি। এটা ওঁর নিয়তিতেই লেখা ছিল। ওঁর বিরুদ্ধে হারতে হলেও দুঃখ নেই। ভাল লোকেদের সঙ্গে সবসময় ভালই হয় এবং আমার পরিচিতদের মধ্যে ওঁ অন্যতম সেরা। বিধাতা এর আগে আমার প্রতি বহুবার সদয় হয়েছেন, তবে আজকের রাতটা ওঁর ছিল।'
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা