IPL 2024: আইপিএলের প্রস্তুতিতে নামার আগে দেওরি মায়ের মন্দিরে পূজো দিয়ে এলেন ধোনি
MS Dhoni: আইপিএলের আর মাস দুয়েকও বাকি নেই। সব কিছু ঠিকঠাক চললে মার্চ মাসের শেষ সপ্তাহে শুরু হয়ে যাবে টুর্নামেন্ট। মহেন্দ্র সিংহ ধোনিদের সামনে এবার আবার খেতাব রক্ষার লড়াই।
রাঁচি: আইপিএলের আর মাস দুয়েকও বাকি নেই। সব কিছু ঠিকঠাক চললে মার্চ মাসের শেষ সপ্তাহে শুরু হয়ে যাবে টুর্নামেন্ট। মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) সামনে এবার আবার খেতাব রক্ষার লড়াই। গতবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবার ট্রফি ধরে রাখার অভিযান সিএসকে-র (CSK)। দ্রুত চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বে সব দলই। তার আগে রাঁচিতে দেওরি মায়ের মন্দিরে পুজো দিয়ে এলেন ধোনি।
ক্রিকেটের বাইশ গজে তাঁর ভবিষ্যৎ নিয়ে লাগাতার চর্চা হচ্ছে। অনেকে ভেবেছিলেন, আর হয়তো ক্রিকেট মাঠে দেখা যাবে না ধোনিকে। অবসর জল্পনার মাঝেই তিনি গত আইপিএলে সিএসকে-কে অধিনায়ক হিসাবে দিয়েছিলেন পঞ্চম খেতাব। তারপরেও অবশ্য ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামেনি। অনেকে তো ধরেই নিয়েছিলেন যে, ধোনি তাঁর শেষ আইপিএল খেলে ফেলেছেন। যদিও সিএসকে শিবির থেকে বরাবর জানানো হয়েছে যে, ধোনিকে অধিনায়ক হিসাবে ধরেই তারা ২০২৪ সালের আইপিএলের নকশা সাজাচ্ছে।
তার মাঝেই দেওরি মায়ের মন্দিরে পুজো দিলেন ধোনি। দেওরি মাকে বরাবরই ভীষণ মানেন ক্যাপ্টেন কুল। কেরিয়ারে যখনই বড় কোনও অভিযানে বেরিয়েছেন, রাঁচিতে দেওরি মায়ের শরণাপন্ন হয়েছেন। ঈশ্বরও যেন দুহাত ভরে আশীর্বাদ করেছেন তাঁকে। জোড়া বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, পাঁচটি আইপিএল ট্রফি - ধোনির ট্রফি ক্যাবিনেট যেন পরিপূর্ণ।
MS Dhoni at Deori Maa Temple for blessings from God. pic.twitter.com/FUoHhogiLf
— Johns. (@CricCrazyJohns) February 6, 2024
গতবারের আইপিএলের পরই তাঁর অবসরের জল্পনা তুমুল হয়েছিল। বিশেষ করে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলার পর তিনি যেভাবে দর্শকদের দিকে হাত নাড়ান, তাতে মনে হয়েছিল আইপিএলে আর দেখা যাবে না ধোনিকে। সেই জন্যই হয়তো দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন। কিন্তু পঞ্চমবার ট্রফি জয়ের পর তিনি জানিয়ে দেন, ভক্ত-সমর্থকদের জন্য আরও একবার মাঠে নামবেন তিনি।
আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার (Jharkhand State Cricket Association) স্টেডিয়ামের নেটে ব্যাটিংও করছেন তিনি। তারই ফাঁকে পুজো দিয়ে এলেন দেওরি মায়ের মন্দিরে। রাঁচি থেকে ৬০ কিমি দূরে তামার গ্রামে অবস্থিত এই মন্দিরে পুজোর ডালা নিয়ে দেখা গেল ধোনিকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
আরও পড়ুন: রাজকোট টেস্টের আগে বুমরাকে সামলানোর ভাবনা মাথায় ঘুরছে ম্যাকালাম শিবিরের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।