Glenn Maxwell: যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব, ঘোষণা ম্যাক্সওয়েলের
IPL 2024: আইপিএলে (IPL) খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে। আইপিএল থেকেই যেন পুনর্জন্ম হয়েছে ম্যাড-ম্যাক্সের।
সিডনি: বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ডাবল সেঞ্চুরি হইচই ফেলে দিয়েছিল। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো কিংবদন্তি ক্রিকেটার যে ইনিংসকে ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা বলে ব্যাখ্যা করেছিলেন।
গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। যিনি আইপিএলে (IPL) খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে। আইপিএল থেকেই যেন পুনর্জন্ম হয়েছে ম্যাড-ম্যাক্সের। ম্যাক্সওয়েল জানিয়েছেন, যতদিন পারবেন, আইপিএল খেলে যাবেন। বুধবার ম্যাক্সওয়েল বলেছেন, 'আমার খেলা শেষ টুর্নামেন্ট হবে আইপিএলই। যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব।'
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই বিশ্বকাপ জেতার জন্য এখন থেকেই ম্যাক্সওয়েল নিজেকে তৈরি করছেন।
অজির কথাতেই পরিষ্কার, আইপিএল টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছেন তিনি। ম্যাড ম্যাক্স বলছেন, ”আমার কেরিয়ারে আইপিএল খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যে কোচেদের অধীনে খেলেছি, যে সব আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে কাঁধ ঘষাঘষি করেছি, তাঁদের থেকে অনেক কিছু শিখেছি। এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে দু মাস ধরে কথা বলা, অন্যদের খেলা দেখা, যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো ব্যাপার।”
বিশ্বজয়ের পরে অজি ক্রিকেটাররা পরবর্তী ফোকাস স্থির করে ফেলেছেন। সেই টুর্নামেন্টে সফল হওয়ার জন্য মানসিক ভাবে নিজেদের তৈরি করে দিয়েছেন এখন থেকেই।
এক দশকেরও বেশি সময় ধরে আইপিএল খেলছেন ম্যাক্সওয়েল। শুরু করেছিলেন দিল্লির হয়ে। দিল্লি দলের তখন নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০১২ সাল সেটা। পরে যে দলের নাম পাল্টে হয়েছে দিল্লি ক্যাপিটালস। ২০১৩ সালে রেকর্ড অর্থে তাঁকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৪ সালে তিনি যোগ দেন কিংস ইলেভেন পাঞ্জাবে (এখন নাম পাঞ্জাব কিংস)। কিন্তু সেভাবে সফল হননি। ২০২১ সালে নিলাম থেকে তাঁকে দল নেয় আরসিবি। বিরাট কোহলিদের দলে যোগ দিয়ে যেন নিজের সেরা ছন্দ ফিরে পান ম্যাক্সওয়েল। পরপর তিন মরশুমে যথাক্রমে ৫১৩, ৩০১ ও ৪০০ রান করেন ম্যাক্সওয়েল।
আরও পড়ুন: চোট পেয়ে সতীর্থের কাঁধে মাঠ ছাড়তে বাধ্য হলেন পাক জাতীয় দলের ক্রিকেটার ! সমালোচনার ঝড়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।