MS Dhoni: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই
IPL 2024: গতবারও তাঁর নেতৃত্বে সব প্রতিপক্ষকে চমকে দিয়েছে সিএসকে (CSK)। জিতে নিয়েছে ট্রফি। এবারও ধোনি ও তাঁর দলকে নিয়ে উন্মাদনা তুঙ্গে।
চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবু কোটি কোটি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে আইপিএলে (IPL 2024) খেলে চলেছেন। শুধু খেলছেনই না। নেতৃত্ব দিচ্ছেন। শুধু নেতৃত্বই দিচ্ছেন না, দলকে আইপিএলে চ্যাম্পিয়নও করছেন।
তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক। গতবারও তাঁর নেতৃত্বে সব প্রতিপক্ষকে চমকে দিয়েছে সিএসকে (CSK)। জিতে নিয়েছে ট্রফি। এবারও ধোনি ও তাঁর দলকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়েছেন ক্যাপ্টেন কুলও। তার ফাঁকেই ধোনি জানালেন, পরিবারেরই এক সদস্য পাঁচ-সাত বছর আগে তাঁকে অবসর নিয়ে নিতে বলেছিলেন।
কে তিনি? পান সিংহ ধোনি। মহেন্দ্র সিংহ ধোনির বাবা। ধোনি নিজেই এক অনুষ্ঠানে সেই গল্প শুনিয়েছেন। বলেছেন, 'পাঁচ-সাত বছর আগে আমার বাবা বলেছিলেন, 'তুমি অনেক ক্রিকেট খেলেছো। এবার ছেড়ে দাও। অন্যরাও আছে যারা খেলবে।'
জীবনে সমস্যা থাকা ভাল বলে মনে করেন ধোনি। জানিয়েছেন, সমস্যা না থাকলে মানুষ এগোতে পারে না। শিখতে পারে না। সেলিব্রিটিদের সমস্যা অন্য ধাঁচের বলে জানিয়েছেন ধোনি। বলেছেন, 'যখন আমার মেয়ের মুখোমুখি হতাম আর ও জিজ্ঞেস করত, বাবা কালকে আসবে? তখন খারাপ লাগত।' যোগ করেছেন, 'জীবন যদি পরীক্ষা না নেয়, তাহলে আমাদের উন্নতি হবে না। আমি সব সময় চেষ্টা করি নিজের সেরাটা ধরে রাখতে।'
POV: You're watching sixers fly to the stands! 🔥🤩#WhistlePodu pic.twitter.com/0Yl10kKTo7
— Chennai Super Kings (@ChennaiIPL) March 10, 2024
মাঠে এখন যে তাঁর জন্য পরীক্ষাটা আগের চেয়েও কঠিন, জানিয়েছেন ধোনি। বলেছেন, 'আগে আমি সারা বছর ক্রিকেট খেলতাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন দু'মাস খেলি। কিন্তু তার জন্য নিজের সেরা ছন্দে থাকতে হয় যেটা সহজ নয়। আমার বয়স ৪২ বছর। কিন্তু মাঠে নেমে সেই উচ্চতার সঙ্গে লড়াই করতে হয়, যে উচ্চতা কোনও বিশ বছরের তরুণ তৈরি করেছে। সেখানে বললে চলবে না যে, আমার বয়স ৪২, ৪৫ বা ৫০ বছর। মাঠে নামলে সেরাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।'
আরও পড়ুন: ধোনি পরবর্তী যুগে সিএসকেকে নেতৃত্ব দিতে পারেন রোহিত!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে