IPL 2024: নিলামের আগে চমক প্রীতি জিন্টার দলের, কোহলিদের ব্যাটিং গুরুকে ছিনিয়ে আনল পাঞ্জাব
Sanjay Banger: আইপিএলে (IPL) তারকাখচিত দল গড়েও ট্রফি অধরাই থেকেছে। সেরা পারফরম্যান্স বলতে, ২০১৪ সালের আইপিএল। সেবার রানার্স হয়েছিল প্রীতি জিন্টার দল।
মোহালি: আইপিএলে (IPL) তারকাখচিত দল গড়েও ট্রফি অধরাই থেকেছে। সেরা পারফরম্যান্স বলতে, ২০১৪ সালের আইপিএল। সেবার রানার্স হয়েছিল প্রীতি জিন্টার দল। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পাঞ্জাবের (সেই সময় নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব)।
সাফল্যের খোঁজে দলের নাম বদলে ফেলেছেন প্রীতি জিন্টারা। এবার প্রাক্তন কোচকে আবার ফিরিয়ে আনল পাঞ্জাব কিংস (Punjab Kings)। ঘোষণা করা হল, সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) কাজ করবেন পাঞ্জাব কিংসের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান হিসাবে। ২০১৪ সালে পাঞ্জাবের অন্যতম কোচ ছিলেন বাঙ্গার। সেবারের সাফল্যের কথা ভেবেই ফের বাঙ্গারের শরণাপন্ন হচ্ছে পাঞ্জাব।
ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি পাঞ্জাব কিংসের সম্পর্ক প্রায় এক দশকের। দলের কোচ ট্রেভর বেলিসের সঙ্গে এবার কাজ করবেন তিনি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার এবং জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবার পাঞ্জাব কিংসের বড় দায়িত্বে।
রবি শাস্ত্রীর জমানায় টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ ছিলেন বাঙ্গার। ২০১৪ সালে পাঞ্জাবকে আইপিএল-এ রানার্স করার নেপথ্যে অবদান ছিল সহকারী কোচ বাঙ্গারের। ২০১৪ সালের পর আরও দু'বছর হেড কোচের দায়িত্ব পান তিনি। তবে সেই সাফল্যের পুনরাবৃত্তি আর ঘটেনি। গত মরশুম পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন বাঙ্গার। এবার কোহলিদের দলের সঙ্গে তাঁর চুক্তি নবীকরণ করা হয়নি। তাঁকে ছিনিয়ে আনল পাঞ্জাব।
"It’s my privilege to be with the Punjab Kings again." - Sanjay Bangar (PBKS Head of cricket development).#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabihttps://t.co/dZyF2Qo97a
— Punjab Kings (@PunjabKingsIPL) December 8, 2023
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ। বাঙ্গার বলেছেন, ‘‘আবার পাঞ্জাবের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার সৌভাগ্য। আমাদের দলে বেশ কিছু ভাল ক্রিকেটার রয়েছে। তার প্রমাণ হল, আমরাই সব থেকে কম ক্রিকেটারকে ছেড়েছি এবার। প্রতিযোগিতার সময় এবং পরেও দলের পাশে থাকার চেষ্টা করব। দলকে আরও শক্তিশালী করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’’
১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলামেও পাঞ্জাবের টেবিলে দেখা যাবে বাঙ্গারকে।
We are delighted to announce the return of our sher, Sanjay Bangar as the new Head of Cricket Development at Punjab Kings.
— Punjab Kings (@PunjabKingsIPL) December 8, 2023
Mr. Bangar brings a wealth of experience and expertise to our organization, and we are confident that under his leadership, our cricket development… pic.twitter.com/oDamatwpYg
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন তারকা পেসার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।