IPL Auction 2024: নিলামের প্রথম সেট শেষে দল পেলেন না মণীশ পাণ্ডে, করুণ নায়ার, বিদেশিদের মধ্যে স্মিথ, রুসৌ
Tata IPL 2024: তাঁর বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। কিন্তু তাঁকেও কোনও দল নেওয়ার জন্য ঝাঁপায়নি। প্রোটিয়া তারকা রিলি রুসৌকেও কোনও দল নেয়নি।
দুবাই: আইপিএলের নিলাম আয়োজিত হচ্ছে দুবাইয়ে। সেখানেই প্রথম সেট শেষে দল পেলেন না ২ ভারতীয় ব্যাটার মণীশ পাণ্ডে ও করুণ নায়ার। ২ জনেই গত মরসুম পর্যন্ত আইপিএলে খেলেছেন। তবে এবারের নিলামে প্রথম সেট শেষে দল পেলেন না তাঁরা। এমনকী বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম স্টিভ স্মিথ। প্রাক্তন অজি অধিনায়ক তাঁর বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। কিন্তু তাঁকেও কোনও দল নেওয়ার জন্য ঝাঁপায়নি। প্রোটিয়া তারকা রিলি রুসৌকেও কোনও দল নেয়নি। মণীশ পাণ্ডে বেস প্রাইস রেখেছিলেন ৫০ লক্ষ টাকা। এর আগে আরসিবি, কেকেআর, সানরাইজার্স ও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন। কিন্তু এবার প্রথম ধাপে তাঁকে কোনও দলই নিতে আগ্রহ প্রকাশ করেনি।
অন্য়দিকে করুণ নায়ারও দিল্লি ও কেকেআরের জার্সিতে খেলেছেন। টেস্টে ত্রিশতরানও রয়েছে তাঁর নামের পাশে। কিন্তু এবারের নিলামে প্রথম ধাপে দল পেলেন না। স্টিভ স্মিথ রাজস্থান রয়্যালসের জার্সিতে দীর্ঘদিন আইপিএলে খেলেছেন। এরপর দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও খেলেছেন।
তবে মরুদেশে কামিন্সকে নিয়ে ঝড় উঠল নিলামের (IPL Auction) টেবিলে। নিলামে তাঁর ন্যূনতম দর ছিল কামিন্সের। নিলামের দর হাঁকা শুরু হতেই ময়দানে নামে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা যে অস্ট্রেলিয়ার পেসারকে পেতে মরিয়া, শুরুতেই বুঝিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গে লড়াই শুরু করে দেয় মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ।
কিছুক্ষণের মধ্যেই তাঁর দর পেরিয়ে যায় ১০ কোটি টাকা। এবারের নিলামে প্রথম ক্রিকেটার হিসাবে ১০ কোটি দর ছাড়িয়ে যায় অজ়ি পেসারের। যিনি ব্যাট হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। শেষ পর্যন্ত রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনে নিল হায়দরাবাদ।
আইপিএলের ইতিহাসে এর আগে এত দর পাননি কোনও ক্রিকেটার। ভেঙে গেল স্যাম কারানের রেকর্ড। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় ইংরেজ অলরাউন্ডারকে কিনেছিল পাঞ্জাব কিংস। সেটাই ছিল এতদিন পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনও ক্রিকেটারের সবচেয়ে বড় দর। সেই রেকর্ড ছাপিয়ে গেলেন কামিন্স।
অস্ট্রেলীয় অধিনায়কের দর ২০ কোটি ছাড়িয়ে যেতেই দুবাইয়ের কোকা কোলা এরিনায় সকলে হাততালি দিয়ে ওঠেন। রেকর্ড দরকে যেন কুর্নিশ জানালেন ক্রিকেটপ্রেমীরা।
কামিন্সকে নিয়ে চার দল প্রবল দর কষাকষি করলেও, সেই লড়াইয়ে নামেনি কেকেআর। যদিও ইডেন গার্ডেন্সের পিচের পাল্টে যাওয়া চরিত্রের কারণে অনেকেই ভেবেছিলেন যে, কামিন্সের মতো পেসারকে পেতে ঝাঁপাবে নাইট শিবির।