![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2024 Auction: মালামাল উইকলি! ১৪ কোটি টাকায় বিক্রি হলেন মিচেল, ফের বাজিমাত ধোনির দলের
Daryl Mitchell: ডারিল মিচেলকে ১৪ কোটি টাকায় কিনে নিল চেন্নাই সুপার কিংস। নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা।
![IPL 2024 Auction: মালামাল উইকলি! ১৪ কোটি টাকায় বিক্রি হলেন মিচেল, ফের বাজিমাত ধোনির দলের IPL Auction 2024: New Zealand cricketer Daryl Mitchell sold to CSK for 14 cr IPL 2024 Auction: মালামাল উইকলি! ১৪ কোটি টাকায় বিক্রি হলেন মিচেল, ফের বাজিমাত ধোনির দলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/b0bc5d1075204f98464030d1a246bc1a170297705455150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: তাঁর দেশ হয়তো বিশ্বকাপ জেতেনি। কিন্তু ব্যাট হাতে তিনি তাণ্ডব চালিয়েছেন। ভারতের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি করেছিলেন। একবার গ্রুপ পর্বে। আরেকবার সেমিফাইনালে।
সেই ডারিল মিচেলকে (Daryl Mitchell) ১৪ কোটি টাকায় কিনে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। শুরুতেই দর হাঁকতে শুরু করে দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষ হাসি হাসল মহেন্দ্র সিংহ ধোনির দল।
এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন ডারিল মিচেল। কিন্তু বিশ্বকাপের ছন্দ যে এবারের নিলামে তাঁকে হটকেক করে তুলেছে, তা অনুমান করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস - কেউই শুরুর দিকে লড়াই ছাড়তে রাজি হয়নি।
মিচেলের জন্য সিএসকে লড়াইয়ে নামে অনেক পরে। ততক্ষণে তাঁর জন্য ১১ কোটি ৭৫ লক্ষ টাকা দর হেঁকে দিয়েছে পাঞ্জাব কিংস। ১২ কোটি টাকা দিয়ে দর হাঁকা শুরু করে সিএসকে। শেষ পর্যন্ত ১৪ কোটি টাকায় কিউয়ি তারকাকে দলে নেয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরাই।
মরুদেশে প্যাট কামিন্সকে (Pat Cummins) নিয়েও ঝড় উঠল নিলামের (IPL Auction) টেবিলে। নিলামে তাঁর ন্যূনতম দর ছিল কামিন্সের। নিলামের দর হাঁকা শুরু হতেই ময়দানে নামে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা যে অস্ট্রেলিয়ার পেসারকে পেতে মরিয়া, শুরুতেই বুঝিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গে লড়াই শুরু করে দেয় মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ।
কিছুক্ষণের মধ্যেই তাঁর দর পেরিয়ে যায় ১০ কোটি টাকা। এবারের নিলামে প্রথম ক্রিকেটার হিসাবে ১০ কোটি দর ছাড়িয়ে যায় অজ়ি পেসারের। যিনি ব্যাট হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। শেষ পর্যন্ত রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনে নিল হায়দরাবাদ।
আইপিএলের ইতিহাসে এর আগে এত দর পাননি কোনও ক্রিকেটার। ভেঙে গেল স্যাম কারানের রেকর্ড। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় ইংরেজ অলরাউন্ডারকে কিনেছিল পাঞ্জাব কিংস। সেটাই ছিল এতদিন পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনও ক্রিকেটারের সবচেয়ে বড় দর। সেই রেকর্ড ছাপিয়ে গেলেন কামিন্স।
আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)