এক্সপ্লোর
Advertisement
ধোনি আমার দেখা সেরা অধিনায়ক, বিশ্বকাপে সব দলের কাছেই আতঙ্ক হবে ওয়েস্ট ইন্ডিজ, দাবি ব্র্যাভোর
‘অন্য দলগুলির মতোই আমাদেরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে।’
চেন্নাই: আইপিএল-এ খেললে ক্রিকেটারদের দক্ষতা বাড়ে। কারণ, সব দলেই ক্রিকেটারদের ভুল শুধরে দেওয়ার জন্য হাই প্রোফাইল কোচ আছেন। এমনই মন্তব্য করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। তিনি আরও জানিয়েছেন, ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যান থাকায় বিশ্বকাপে সব দলের কাছেই আতঙ্কের কারণ হবে ওয়েস্ট ইন্ডিজ। মহেন্দ্র সিংহ ধোনিকে তাঁর দেখা সেরা অধিনায়ক বলেও জানিয়েছেন ব্র্যাভো।
একটি অনুষ্ঠানের ফাঁকে সংবাদসংস্থা পিটিআই-কে ব্র্যাভো জানিয়েছেন, ‘আমার মনে হয়, আইপিএল খেলে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের দক্ষতা বাড়ে। আন্তর্জাতিক ক্রিকেটারদেরও সাহায্য করে আইপিএল। বিশ্বের সেরা কোচেদের সান্নিধ্য পাওয়া যায়। এটাই আইপিএল-এর সবচেয়ে ভাল দিক। খেলোয়াড়রা নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পান।’
চেন্নাই সুপার কিংস প্রসঙ্গে ব্র্যাভো বলেছেন, ‘এটা আমার অন্যতম প্রিয় দল। বিদেশে এখানেই আমার সবচেয়ে বেশি অনুরাগী। এটা কোনও গোপনীয় বিষয় নয়। হলুদ জার্সি পরে খেলতে সবসময় ভাল লাগে। সবাই জানে, আমি ধোনির নেতৃত্বে খেলতে ভালবাসি। ও বিশ্বের সেরা অধিনায়ক।’
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনার বিষয়ে ব্র্যাভো বলেছেন, ‘যে কোনও দলের মতোই ভাল ওয়েস্ট ইন্ডিজ। ‘ইউনিভার্সাল বস’ (গেইল), আন্দ্রে রাসেল, (শ্যানন) গ্যাব্রিয়েলের মতো খেলোয়াড়রা দলে আছে। অন্য দলগুলির মতোই আমাদেরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement