IPL 2023 Auction Live : আইপিএল নিলামে ইতিহাস, সব রেকর্ড চুরমার, কারান, গ্রিন, স্টোকস, পুরান পেলেন বড় দর, দেখুন পুরো তালিকা
IPL নিলামে উঠবেন ৪০৫ জন ক্রিকেটার। যার মধ্যে ২৭৩ জন ভারতীয়। আর বিদেশি ক্রিকেটারদের সংখ্যা ১৩২। ১০ টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৩০ জন বিদেশি সহ ৮৭ জন ক্রিকেটার নিতে পারবে তাদের স্কোয়াডে।

Background
কোন ফ্র্যাঞ্চাইজি তুলে নিল কোন ক্রিকেটারকে ? আইপিএল ২০২৩-এর মহাযুদ্ধে নামার আগে কোন দল হল ঠিক কীরকম? শুক্রবার দুপুরে আগামী আইপিএলের নিলাম-পর্ব (IPL 2023 Auction)। ক্রিকেটার ধরে রাখার-ছেড়ে দেওয়ার প্রাথমিক পর্ব শেষ হয়েছে এর আগেই। আপাতত এবারের নিলামে দলের ভারসাম্য তৈরিতে বাকি শূন্যস্থান ভরাটের কঠিন প্রতিযোগিতায় নামবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) দশ ফ্র্যাঞ্চাইজি।
কোচি শহরে আয়োজিত নিলামে উঠবেন ৪০৫ জন ক্রিকেটার। যার মধ্যে ২৭৩ জন ভারতীয়। আর বিদেশি ক্রিকেটারদের সংখ্যা ১৩২। নিলামে উঠতে চলা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জন ক্যাপড আর বাকি ২৮২ জনই আপক্যাপড। ১০ টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৩০ জন বিদেশি সহ ৮৭ জন ক্রিকেটার নিতে পারবে তাদের স্কোয়াডে।
IPL Auction 2023 Live : দলের ভারসাম্য বাড়াবেন কারান, আশাবাদী পাঞ্জাব শিবির
নেস ওয়াদিয়া বলেছেন, 'বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার স্যাম কারান। এই মুহূর্তে বিশ্বের যে কোনও সেরা দলে স্থান পাবে ও। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা শুধু নয় হয়তো সবথেকে সেরা অলরাউন্ডার স্যাম। ওঁ দলে আসায় দারুণ ভারসাম্য তৈরি হবে। কারণ ব্যাটিং হোক বা বোলিং, যে কোনও বিভাগেই দুরন্ত ক্রিকেটার স্যাম কারান।'
IPL Mini Auction 2023 : অবিশ্বাসের ঘোরে গ্রিন
আইপিএল নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স ক্যামরন গ্রিনকে কিনেছে ১৭.৫ কোটি টাকায়। যা বিশ্বাস করতেই কিছুটা সময় লেগে গিয়েছে বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন অজি ক্রিকেটার।






















