IPL Retention 2022: রোহিত শর্মা-সহ ৪ জনকে ধরে রাখল MI, কেন পাঞ্জাব কিংসের হাতছাড়া কে এল রাহুল ?
IPL Retention 2022: কোন কোন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিরা রিটেন করছে তথা ধরে রাখছে তার সরকারি তালিকা মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জমা পড়ে গিয়েছে...
নয়া দিল্লি : রোহিত শর্মা-সহ চার জনকে ধরে রাখছে মুম্বই ইন্ডিয়ান্স। এই তালিকায় আর বাকি তিন জন হলেন- যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও কায়রন পোলার্ড। রোহিত শর্মা-কে ১৬ কোটি টাকা ধরে রাখছে MI। এছাড়া বাকি তিন খেলোয়াড়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্স পার্সু ভ্যালু যথাক্রমে- যশপ্রীত বুমরা(১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি) ও কায়রন পোলার্ড(৬ কোটি)।
এপ্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত বলছেন, আশা করি, আমরা চার জন ভাল সমীকরণ এবং দল তৈরি করতে পারব।
অন্যদিকে দুই খেলোয়াড়কে ধরে রাখল পাঞ্জাব কিংস। তাঁরা হলেন- মায়াঙ্ক আগারওয়াল(১৪ কোটি) ও অর্শদীপ সিংহ(৪ কোটি)। তবে, কে এল রাহুলকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব কিংস। এপ্রসঙ্গে কিংসদের কোচ অনিল কুম্বলে জানিয়েছেন, তাঁরা রাহুলকে ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু, ভারতের এই তারকা ব্যাটসম্যান নিলামে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।
অন্যদিকে SRH ধরে রাখল কেন উইলিয়ামসন(১৪ কোটি), আব্দুল সামাদ(৪ কোটি) ও উমরান মালিক(৪ কোটি)। রশিদ খানকে ছেড়ে দেওয়ায় SRH-এর অবশিষ্ট পার্সু ভ্যালু ৬৮ কোটি টাকা।
এদিকে SRH তাঁকে ধরে রাখায় ভারতের নতুন পেস সেনসেশন উমরান মালিক বলছেন, আমি খুশি যে SRH আমাকে ধরে রেখেছে। যখন আমি সবেমাত্র একজন নেট বোলার ছিলাম, তখনই ওরা আমাকে সুযোগ দিয়েছিল। সেই কারণে আমি টি২০ বিশ্বকাপেও নেট বোলার ছিলাম। এই মুহূর্তে আমি ভারতের এ দলের সঙ্গে খেলছি।
পরের মাসে হতে চলেছে আইপিএল ২০২২-র (IPL 2022) মেগা নিলাম। তার আগে এদিন (৩০ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিরা ঘোষণা করছে তাদের রিটেনশন লিস্ট (Retention List)। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, পুরনো আট ফ্র্যাঞ্চাইজি চারজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। সর্বোচ্চ তিনজন ভারতীয় ও দু'জন বিদেশি খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো রাখতে পারবে রিটেনশন তথা ধরে রাখার তালিকায়।
কোন কোন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিরা রিটেন করছে তথা ধরে রাখছে তার সরকারি তালিকা মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জমা পড়ে যায়।