IPL Exclusive: কোহলিদের হয়ে আইপিএলে অভিষেক বাংলার আকাশের, ধাক্কা দিতে চান ব্যাটারদের মনে
IPL 15: রবিবার প্রথম ব্যাট করে বড় রান তুলছে আরসিবি। কলকাতা ময়দানে প্রার্থনা শুরু হয়ে গিয়েছে, বল হাতে পাঞ্জাব ব্যাটিংয়ে যেন ধাক্কা দিতে পারেন তরুণ পেসার।
অপেক্ষার অবসান
আইপিএল (IPL) সংসারে পা রেখেছেন গত মরসুমের মাঝপথে। তাঁর সঙ্গে চুক্তি করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। কিন্তু প্রথম একাদশে সুযোগ হয়নি। বাইরে বসেই কেটেছিল।
বাংলার পেসার আকাশ দীপকে (Akash Deep) এবার ২০ লক্ষ টাকায় কিনেছে আরসিবি-ই। নতুন মরসুমের আগে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ডানহাতি পেসার। প্রথম একাদশে সুযোগের অপেক্ষায় ছিলেন বাংলার আকাশ।
গতবারও আরসিবি ড্রেসিংরুমে ছিলেন। সেই দলের হয়েই ফের আইপিএল গ্রহে প্রবেশ। আইপিএল খেলতে যাওয়ার আগে এবিপি লাইভকে আকাশ বলেছিলেন, 'এই দলের সদস্য ছিলাম। আমার মধ্যে নিশ্চয়ই কিছু দেখেছেন আরসিবি কর্তারা যে, দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। পরিচিত ড্রেসিংরুম। স্বচ্ছন্দ বোধ করি এই দলেই।'
ট্রফি আসবে?
বরাবর তারকাখচিত দল। তবে আইপিএল ট্রফি এখনও অধরা আরসিবি-র। আকাশ বলেছিলেন, 'সত্যি কথা যে, আরসিবি কোনওদিন আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। ভাল দলই চ্যাম্পিয়ন হওয়ার একমাত্র শর্ত নয়, ভাগ্যও জরুরি। তবে আমাদের ভক্ত সংখ্যা সবচেয়ে বেশি। আত্মবিশ্বাসী দলের সকলে। এবার আশা করছি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।'
নজরকাড়া রেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটে ইকনমি ৬.৪২। অর্থাৎ, ওভার প্রতি সাত রানেরও কম খরচ করেছেন আকাশ। ২৫ বছরের পেসার জানেন, সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের দাপট থাকে। তবে নিজের ভূমিকা জানলে বোলারদের কাজটা সহজ হয় বলে তাঁর বিশ্বাস। এবিপি লাইভকে বলেছিলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে চার ওভার করতে হবে। আগাম জানতে হয় দল বা অধিনায়ক আমার কাছে ঠিক কী চায়। সেই মতো পরিকল্পনা করি। সেই ভাবে বল করি। তাতেই সাফল্য পাই।' যোগ করেছিলেন, 'টি-টোয়েন্টিতে সেরা অস্ত্র হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলেই নিজের বলটা করা যায়। প্রত্যেক বল করার সময় নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। স্লোয়ার করব বা ইয়র্কার করব আগে থেকে ভেবে রাখা যায় না। সব ব্যাটারদের এক বল করলেও চলে না। ব্যাটারদের মনস্ত্বত্ত্ব বুঝতে হয়। তবে আমি যদি ঠিক করি ব্যাটারকে ইয়র্কার দেব তো দেবই। স্লোয়ার দেব ঠিক করলে দেবই। সে ব্যাটারের নাম যাই হোক না কেন। নাম দেখে বল করি না কখনও।'
রবিবার প্রথম ব্যাট করে বড় রান তুলছে আরসিবি। কলকাতা ময়দানে প্রার্থনা শুরু হয়ে গিয়েছে, বল হাতে পাঞ্জাব ব্যাটিংয়ে যেন ধাক্কা দিতে পারেন তরুণ পেসার।