IPL 2025: ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ ভাবনা বিসিসিআইয়ের
BCCI Honour Indian Armed Forces: নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচের আগে সেনাবাহিনীর বীরত্বের কথা মাথায় রেখে তাঁদের উৎসর্গ করে কিছু কার্যকলাপের উদ্য়োগ নেওয়া হয়েছে।

মুম্বই: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে শ্রদ্ধা জানাতে চলেছে বিসিসিআই (BCCI)। অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে। অপারেশন সিঁদুরের অসামান্য সাফল্যের জন্য় সেনাবাহিনীর অবদানের কথা মাথায় রেখে এই পরিকল্পনা করা হয়েছে। আগামী ৩ জুন আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচের আগে ৪৫ মিনিটের মত সেনাবাহিনীর বীরত্বের কথা মাথায় রেখে তাঁদের উৎসর্গ করে কিছু কার্যকলাপের উদ্য়োগ নেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া এই বিষয়ে সংবাদসংস্থাকে জানিয়েছেন, ''আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা, সাহস এবং নিঃস্বার্থ সেবাকে স্যালুট করছে বিসিসিআই, যাদের বীর প্রচেষ্টায় অপারেশন সিঁদুর দেশকে রক্ষা করেছে এবং অনুপ্রাণিত করেই চলেছে। শ্রদ্ধাঞ্জলি হিসেবে আমরা আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করে বীরদের সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট ভারতীয়দের কাছে একটা আবেগের সমান। কিন্তু জাতি এবং তার সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং আমাদের দেশের নিরাপত্তার চেয়ে বড় আর কিছুই হতে পারে না।''
IPL - এর খবর
প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস
এদিকে, গতকাল রবিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ বল বাকি থাকতে সাত উইকেটে হারিয়ে দিয়েছে পঞ্জাব কিংস। সেই সঙ্গে আইপিএল প্লে অফের ছবিটাও অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে।
পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন শ্রেয়স আইয়াররা। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট এখন পঞ্জাব কিংসের। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে, কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাব খেলছেই। ২৯ মে, বৃহস্পতিবার মুল্লাপুরে (নিউ চণ্ডীগড়) কোয়ালিফায়ার ওয়ানে খেলবে পঞ্জাব। যেটা তাদের ঘরের মাঠও। কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুবিধা হল, জিতলে সরাসরি ফাইনালে, হারলেও কোয়ালিফায়ার টু খেলার এবং ফাইনালে ওঠার সুযোগ ফের পাবে।
প্রশ্ন হল, প্রথম কোয়ালিফায়ার পঞ্জাবের প্রতিপক্ষ হবে কারা ? মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে আরসিবি জিতলে তারাও শেষ করবে ১৯ পয়েন্টে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার পঞ্জাবের প্রতিপক্ষ হবেন কোহলিরা। আর যদি আরসিবি হেরে যায় ? প্রথম কোয়ালিফায়ার পঞ্জাব খেলবে গুজরাতের বিরুদ্ধে। ১৪ ম্যাচে যাদের হাতে ১৮ পয়েন্ট।
আইপিএলের ইতিহাসে এ নিয়ে মোটে দুবার পয়েন্ট টেবিলের প্রথম দুিয়ে জায়গা পাকা করল পঞ্জাব। এর আগের বার, ২০১৪ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল পঞ্জাবকে। এবার সেই আক্ষেপ মিটবে ?




















