CSK vs GT Live Score: অব্যাহত ঘরের মাঠে জয়ের ধারা, গুজরাতের বিরুদ্ধে ৬৩ রানে জয়ী সিএসকে
IPL CSK vs GT Live Score: দুই দলের পাঁচ বার মুখোমুখি সাক্ষাতে চেন্নাই দুইবার এবং গুজরাত টাইটান্স তিনবার ম্যাচ জিতেছে।
LIVE
Background
চেন্নাই: আজ আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স (CSK vs GT)। চলতি আইপিএলের (IPL 2024) ২ সবচেয়ে নতুন অধিনায়কের মুখোমুখি মহারণ। রুতুরাজ গায়কোয়াডের সামনে শুভমন গিল। সিএসকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিলেন রুতুরাজ। অন্য়দিকে গুজরাত টাইটান্সও প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে শুভমন গিলের নেতৃত্বে। গতবারের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। কিন্তু গতবার সিএসকের দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ও গুজরাত টাইটান্সের দায়িত্বে ছিলেন হার্দিক পাণ্ড্য।
অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচ খেলানোর পর ইতিমধ্যেই রুতুরাজ ও গিল দরাজ সার্টিফিকেট পেয়েছেন। কীভাবে দলের বিশ্বাস জিতে নিয়েছেন গিল অধিনায়ক হিসেবে তা জানিয়েছেন গুজরাত টাইটান্সের তরুণ পেসার স্পেনসার জনসন। অন্য়দিকে রুতুরাজের মাঠে ফিল্ডারদের নির্দেশনা। ফিল্ডিং সাজানো প্রভাব ফেলেছে চেন্নাই ম্য়াচেও। ধোনির ছত্রছায়ায় থেকে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে চাইছেন তরুণ ওপেনার।
এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টইটান্স। আর তার মধ্যে তিনবারই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত। তবে তা ছিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে। ২ বার জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। এবার কিন্তু দুই নতুন অধিনায়কের লড়াই।
আজকের ম্য়াচে চেন্নাই তাঁদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রথমে ব্যাটিং করতে নামলে খেলাতে পারে মুস্তাফিজুর রহমনকে। শুরুতে শিভম দুবেকে নামিয়ে পরে মুস্তাফিজকে ফিল্ডিংয়ের সময় খেলানো যেতে পারে। প্রথম যদি সিএসকের ফিল্ডিং হয়, তবে ঠিক উল্টোটা হতে পারে। আবার গুজরাতের ক্ষেত্রে এই বিষয়টাই হবে সাই সুদর্শন ও মোহিত শর্মার ক্ষেত্রে। তবে দুটো দলই তাঁদের একাদশ বদলাবে না, এটুকু বলাই যায়।
সিএসকে শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন মাথিসা পাথিরানা। শ্রীলঙ্কার এই পেসার অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন তা বলা মুশকিল। সেক্ষেত্রে আগের ম্য়াচের নায়ক মুস্তাফিজুরই কিন্তু একাদশে জায়গা পাকা করে নিয়েছেন আপাতত।
CSK vs GT Live: সিএসকের দ্বিতীয় জয়
ঘরের মাঠে চলতি মরশুমে জয়ের ধারা অব্যাহত রইল। ৬৩ রানে গুজরাতকে হারাল সিএসকে। ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪৩ রানেই শেষ টাইটান্সের লড়াই।
CSK vs GT Live: অষ্টম উইকেটের পতন
অষ্টম উইকেট হারাল গুজরাত। ছয় রানে আউট মুস্তাফিজুরের বলে আউট হলেন রাহুল তেওয়াটিয়া।
CSK vs GT Live: পরপর সাফল্য
পরপর দুই ওভারে দুই সাফল্য পেল সিএসকে। প্রথমে ৩৭ রানে সাই সুদর্শনকে ফেরান পাথিরানা। পরের ওভারেই ১১ রানে ওমারজ়াই তুষারের বলে আউট হলেন। চাপ বাড়ছে গুজরাতের। ১৬ ওভার শেষে গুজরাতের স্কোর ১২০/৬।
CSK vs GT Live: দুরন্ত ক্যাচ
অনবদ্য ডাইভিং ক্যাচে দলকে বিরাট সাফল্য এনে দিলেন অজিঙ্ক রাহানে। সাই সুদর্শন ও মিলারের ৪১ রানের পার্টনারশিপ ভাঙলেন তুষার দেশপাণ্ডে। ছন্দে দেখানো মিলার আউট হলেন ২১ রানে। ১৩ ওভার শেষে গুজরাতের স্কোর ১০৩/৪। সুদর্শন ৩১ এবং ওমরজ়াই চার রানে ব্যাট করছেন।
CSK vs GT Live: ইনিংস সামলাচ্ছেন মিলার-সুদর্শন
ডারিল মিচেলের বলে বিজয় শঙ্কর ১২ রানে আউট হওয়ার গুজরাত ইনিংসের হাল ধরেছেন ডেভিড মিলার ও সাই সুদর্শন। মিলার ছয় ও সুদর্শন ১৫ রানে ব্যাট করছেন।