![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CSK vs RCB, 1st Innings Score: কোহলিদের চাপ বাড়িয়ে ঝোড়ো হাফসেঞ্চুরি জাডেজার
CSK vs RCB, IPL 2021 1st Innings Highlights: জাডেজা ছাড়া রান পেয়েছেন ওপেনার ফাফ ডুপ্লেসি। ৪১ বলে ৫০ রান করেন তিনি। ৩ বলে ২ রান করে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
![CSK vs RCB, 1st Innings Score: কোহলিদের চাপ বাড়িয়ে ঝোড়ো হাফসেঞ্চুরি জাডেজার CSK vs RCB Score IPL 2021 Live Score Chennai Super Kings vs Royal Challengers Bangalore first innings score highlights CSK vs RCB, 1st Innings Score: কোহলিদের চাপ বাড়িয়ে ঝোড়ো হাফসেঞ্চুরি জাডেজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/25/52f390432cb323aca61f88d3ae80e1e2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আইপিএলের ইতিহাস ঘেঁটে দেখুন, প্রত্যেকবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ভুগিয়েছে বোলিং। বিশেষ করে ডেথ ওভারে বোলারদের মার খেয়ে যাওয়ার প্রবণকা। প্রথম আইপিএল থেকেই তারকাখচিত ব্যাটিং লাইন আপ তৈরি করেছে, কিন্তু বোলিংয়ের জন্য বারবার ডুবতে হয়েছে বেঙ্গালুরুর দলকে।
এবং রবিবারও যেন সেই পুরনো ছবি ফিরে এল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শুরু থেকে আঁটসাঁট বোলিং করেও শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের কাছে ১৯১ রান হজম করে বসলেন বিরাটের বোলাররা। বা বলা ভাল হর্ষল পটেল। শুরুর তিন ওভারে মাত্র ১৪ রান খরচ করে যিনি সিএসকে-র তিনটি উইকেট তুলে নিয়েছিলেন, সেই হর্ষলই চার ওভারে দিলেন ৫১ রান। হর্ষলের চতুর্থ ওভার, যেটা সিএসকে ইনিংসের শেষ ওভার ছিল, রবীন্দ্র জাডেজা তুললেন রেকর্ড ৩৭ রান। ৫টি ছক্কা ও একটি চার মারলেন জাডেজা। একটি ফ্রি হিট পেয়ে ছক্কা মারেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৮ বলে ৬২ রান করেন জাডেজা। ৪টি চার ও ৫ ছক্কা ছিল তাঁর ইনিংসে। জাডেজার দাপটেই এক সময় দেড়শোর লক্ষ্যে এগনো সিএসকে প্রায় দুশোর কাছাকাছি রান তুলল। ১৯১/৪ স্কোরে শেষ করল ইনিংস।
জাডেজা ছাড়া রান পেয়েছেন ওপেনার ফাফ ডুপ্লেসি। ৪১ বলে ৫০ রান করেন তিনি। ৩ বলে ২ রান করে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
একদিকে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলের এক ও দুইয়ের লড়াই। রবিবার আইপিএলের প্রথম ম্য়াচেই জমজমাট লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য। যে লড়াইয়ের উন্মাদনা বাড়িয়ে দিচ্ছে দুই দলের দুই অধিনায়কের নাম। রবিবারের ম্যাচ যে বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির শ্রেষ্ঠত্বের পরীক্ষাও।
গত মরসুমেও অনেকেই হয়তো কল্পনা করতে পারতেন না যে, এবারের আইপিএলে পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে থাকবে আরসিবি ও সিএসকে। কিন্তু খেলাটার নাম ক্রিকেট। মহান অনিশ্চয়তার খেলা বলা হয় যাকে। তার ওপর ফর্ম্যাট হল টি-টোয়েন্টি। যেখানে এক ওভারে ম্যাচের রং বদলে যেতে পারে। তাই অবাক হলেও সত্যি যে, পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে রয়েছে বিরাট ও ধোনির দলই।
চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর পরপর তিন ম্যাচ জিতেছে এবং রবিবার মাঠে নামবে টানা চার ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে। অন্যদিকে আরসিবির সামনে ৬ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করার সুযোগ। রবিবার চেন্নাইকে হারাতে পারলে টানা পাঁচ ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করবে আরসিবি। ২০১৫ সালে যে নজির ছিল রাজস্থান রয়্যালসের। টুর্নামেন্টের শুরু থেকে টানা পাঁচ ম্যাচ জিতেছিল রাজস্থান। সেদিক থেকে দেখলে নতুন মাইলফলক তৈরি করার হাতছানি বিরাটদের সামনে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)