CSK vs RR, 1st Innings Score: ঝলক দেখিয়েও বড় রান পেলেন না ধোনি
CSK vs RR, IPL 2021 1st Innings Highlights: আইপিএল সোমবার দুই উইকেটকিপার অধিনায়কের লড়াই। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
মুম্বই: তাঁর ব্যাটে ফের ঝোড়ো ইনিংস দেখার অপেক্ষায় উদগ্রীব ছিল আসমুদ্রহিমাচল। বিধ্বংসী ব্যাটিংয়ের সংজ্ঞাটাই যে পাল্টে দিয়েছিলেন তিনি। 'হেলিকপ্টার শট' মেরে বিশ্বের যে কোনও বোলারকে অবলীলায় গ্যালারিতে ওড়াতে সিদ্ধহস্ত। তার ওপর সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচটা তাঁর কাছে বিশেষ মাইলফলকও। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে দুশোতম ম্যাচ খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি।
ঝলক দেখালেন। শুরুর দিকে সামান্য জড়তা ছিল। তবে এক ওভারের চেতন সাকারিয়াকে পরপর দুুটো বাউন্ডারি মেরে ঝড়ের ইঙ্গিত দিচ্ছিলেন ধোনি। তবে বড় রান এল না। ১৭ বলে ১৮ রান করে সাকারিয়ার বলেই আউট হলেন তিনি। স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে মিড অফে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
আইপিএল সোমবার দুই উইকেটকিপার অধিনায়কের লড়াই। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। আগের ম্যাচে পঞ্জাব কিংসকে একপেশেভাবে হারিয়ে মানসিকভাবে চাঙ্গা সিএসকে শিবির। বোলিং বিভাগ, বিশেষ করে দীপক চাহার ছন্দে। আবার ব্য়াটসম্য়ানদের মধ্যে রানের মধ্যেই ছিলেন সুরেশ রায়না।
গতবারের আইপিএল দ্রুত ভুলতে চাইবেন দুই দলের ক্রিকেটারেরাই। কারণ পয়েন্ট টেবিলের শেষ দুই জায়গায় ছিল সিএসকে ও আরআর। যদিও জোরদার ধাক্কা খেয়েছে রাজস্থান শিবির। চোটের জন্য দেশে ফিরে গিয়েছেন দলের সেরা অলরাউন্ডার তথা ব্যাটিং বোলিং দুই বিভাগেরই স্তম্ভ বেন স্টোকস। তাঁর হাতের আঙুল ভেঙেছে এবং গোটা আইপিএলে তিনি আর খেলতে পারবেন না। এমনই গুরুতর অবস্থা স্টোকসের য়ে, তাঁর হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। অন্যদিকে জোফ্রা আর্চারও এখনও সুস্থ নন। তবে রাজস্থান শিবিরকে স্বস্তি দেবে এবারের আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার ক্রিস মরিসের ফর্ম।
রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে চেন্নাই তুলল ১৮৮/৯। শুরুতেই রুতুরাজ গায়কোয়াড় ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১১ বলে ২০ রান যোগ করে পাল্টা লড়াই শুরু করেন ফাফ ডুপ্লেসি (১৭ বলে ৩৩ রান) ও মঈন আলি (২০ বলে ২৬ রান)। সুরেশ রায়না (১৫ বলে ১৮), অম্বাতি রায়ডু (১৭ বলে ২৭) ও ডোয়েন ব্র্যাভো (৮ বলে অপরাজিত ২০) ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ বলে ছক্কা মারেন ব্র্যাভো।
করোনা আতঙ্কে বিমানেও পিপিই কিট পরতে হল কেকেআর-পঞ্জাব ক্রিকেটারদের