Gautam Gambhir: কেকেআর অধিনায়ক হিসাবে দুরন্ত সফল, তাও নিজের এক সিদ্ধান্তে এখনও আফশোস হয় গৌতম গম্ভীরের
Kolkata Knight Riders: কেকেআরের দুই আইপিএল খেতাবই এসেছিল গৌতম গম্ভীরের অধিনায়কত্বে।
![Gautam Gambhir: কেকেআর অধিনায়ক হিসাবে দুরন্ত সফল, তাও নিজের এক সিদ্ধান্তে এখনও আফশোস হয় গৌতম গম্ভীরের Gautam Gambhir still has one regret as Kolkata Knight Riders captain Gautam Gambhir: কেকেআর অধিনায়ক হিসাবে দুরন্ত সফল, তাও নিজের এক সিদ্ধান্তে এখনও আফশোস হয় গৌতম গম্ভীরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/14/b61413f03d9d087cd952c00259f9f9b01715656273092507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তাঁর হাত ধরেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ভাগ্যবদল ঘটেছিল। কেকেআরের দুই আইপিএল খেতাবই এসেছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধিনায়কত্বে। এ মরশুমে ফের একবার দুরন্ত ছন্দে নাইট শিবির। প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছেছে কেকেআর। কোয়ালিফায়ার ১ খেলাও নিশ্চিত। এবার দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন গম্ভীর। কেকেআরে ভিন্ন ভিন্ন ভূমিকায় সাফল্য পেয়েছেন। তবে গম্ভীরের এক বিষয়ে প্রবল আফশোস রয়ে গিয়েছে। কী সেটি?
সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) প্রতিভার সবটা ব্যবহার করতে না পারা এখনও হতাশ করে গম্ভীরকে, আফশোস হয় তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, 'অধিনায়কের দায়িত্ব প্রতিভা খুঁজে বের করে সেই প্রতিভাকে বিশ্বের সামনে নিজেকে মেলে ধরতে সাহায্য করা। যদি আমার সাত বছরের অধিনায়কত্বে একটা আফশোস থাকে, তাহলে সেটা হল আমি এবং আমাদের টিম ম্যানেজমেন্ট সূর্যকুমারকে তাঁর সম্পূর্ণ প্রতিভা প্রদর্শনের সুযোগই করে দিতে পারিনি। সেটা দলের ভারসাম্য বজায় রাখতে গিয়েই হয়েছে বটে। তিন নম্বরে তো একজনই ব্যাট করতে পারে। আর অধিনায়ক হিসাবে বাকি ১০জনেরও কথা ভাবতে হয়। ও (ব্যাটিং অর্ডারে) তিন নম্বরে অনেক অনেক বেশি উপযোগী হত, তবে সাতেও কিন্তু ততটা কার্যকরী ছিল।'
গম্ভীরের অধিনায়ক থাকাকালীন চার বছর কেকেআরের জার্সিতে মাঠে নেমেছেন সূর্যকুমার। তিনি নাইটদের হয়ে লোয়ার মিডল অর্ডারেই ব্যাট করতেন। তবে ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েই সূর্যকুমার তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পান এবং গোটা বিশ্বর সামনে নিজের প্রতিভা মেলে ধরেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন তিনি। পুরনো দিনের স্মৃতিচারণ করে গম্ভীর জানান যে সূর্যকুমারকে যেখানেই খেলানো হোক, কোনদিনও সেই নিয়ে কোনওরকম অভিযোগ করেননি তিনি।
'ওকে ছয়, সাতে নামানো হোক বা দল থেকে বাদ দেওয়া হোক, ও কিন্তু সব পরিস্থিতিতেই মুখে হাসি ধরে রাখত এবং যখনই সুযোগ পেত, তখনই দলের হয়ে নিদের সবটা দেওয়ার জন্য প্রস্তুত থাকত। সেই কারণেই তো ওকে সহ-অধিনায়কের দায়িত্বও দিয়েছিলাম আমরা।' জানান গম্ভীর। কেকেআর মেন্টরের মতো টি-টোয়েন্টিতেই সূর্যর অধিক দহরম মহরম থাকলেও, তিনি কিন্তু সব ফর্ম্যাটেই খেলতে পারেন। তাঁকে সব ফর্ম্যাটের খেলার জন্য পরিশ্রম করতে দেখতে ইচ্ছুক গম্ভীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জয়ই একমাত্র উপায়, রাজধানীতে হাইভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)