SRK to Gambhir: অধিনায়কের পর মেন্টর, কেকেআরে প্রত্যাবর্তনের সময় গম্ভীরকে কী বলেছিলেন কর্ণধার শাহরুখ?
Gautam Gambhir গৌতম গম্ভীরের নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স দুইবার আইপিএল খেতাব জিতেছিল।
কলকাতা: আর দিনকয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাচ্ছে আইপিএলে ১৭তম সংস্করণ (IPL 2024)। এ মরশুম যেন হোমকামিংয়ের মরশুম। হার্দিক পাণ্ড্য, লাসিথ মালিঙ্গারা মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন। কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) মনীশ পাণ্ডের প্রত্যাবর্তন ঘটেছে। তাঁর পাশাপাশি কামব্যাক করছেন আরও একজন, তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
২০১২ এবং ২০১৪ মরশুমে অধিনায়ক গম্ভীরের হাত ধরেই শহরে এসেছিল দুই আইপিএল ট্রফি। তারপর থেকে আর খেতাব জিততে পারেনি নাইটরা। কেকেআরকে খেতাব জেতানোর আশায় ফের একবার 'সিটি অফ জয়'র ফ্র্যাঞ্চাইজি গম্ভীর। তবে এবার তাঁর ভূমিকাটা ভিন্ন। গম্ভীর এবার ফিরেছেন দলের মেন্টর হিসাবে। দলের অন্যতম কর্ণধার শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে গম্ভীরের সম্পর্ক যে অত্যন্ত মিষ্টিমধুর, সেই নিয়ে কোনও দ্বিমত থাকতে পারেন না। গম্ভীরের প্রত্যাবর্তনের পর শাহরুখ তাঁকে ঠিক কী বলেছিলেন?
নাইটস আনপ্লাগড নামক এক অনুষ্ঠানে করে গম্ভীর বলেন, 'প্রথমেই বলে রাখি যে আমাকে সামলানো একেবারেই সহজ নয়। আমার সব বায়না, আবদারের সঙ্গে এতদিন ধরে মানিয়ে গুছিয়ে চলার জন্য প্রথমেই এসআরকেকে ধন্যবাদ জানাতে চাই। আমি ২০১১ সালে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার সময় ওঁ আমায় যা বলেছিল, এবারও সেটাই বলে-এটা তোমার ফ্র্যাঞ্চাইজি। তুমি যা চাইবে, যেমনভাবে চাইবে কর। ২০২৩ সালেও একই কথা বলে ওঁ। আমি জবাবে ওঁকে বলি যে ঠিক কী হতে চলেছে, সেটা আমি আগাম বলতে পারব না। তবে একটা কথা নিশ্চিত করতে চাই যে, আমি যখন এখান থেকে বিদায় নেব, তখন এই ফ্র্যাঞ্চাইজি আগের থেকে অনেক ভাল জায়গায় থাকবে।'
তাঁর ওপর আস্থা রাখার জন্য তিনি ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদও জানান। 'আমি সিইও এবং কর্ণধারদের আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করছি আমার আরও সাফল্য লাভ করব। এসআরকে আমায় সততা, গৌরব এবং সবার প্রতি স্বচ্ছ থাকার শিক্ষা দিয়েছেন। আর সত্যি এটাই যে আমরা লড়াই করতে জানি, পরাজিত হওয়ার অনুভূতি বুঝি এবং জিততেও জানি।' বলেন গম্ভীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আরসিবির হয়ে অনুশীলনে নামলেন কোহলি, আইপিএল মরশুম শুরুর আগে কী বললেন বিরাট?