Gujarat Titans vs Chennai Super Kings: শেষ ১৭ বলে ৪৮ রান করে তিন উইকেটে চেন্নাই-বধ গুজরাতের
IPL 2022, Match, GT vs CSK: আইপিএলে এবারই প্রথমবার খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স করছে গুজরাত টাইটান্স। ৫টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দল।
LIVE
Background
পুণে: আইপিএলে এবারই প্রথমবার খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স করছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। ৫টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন দলকে। পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে তারা। অধিনায়ক হার্দিক পাণ্ড্য একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিয়েছেন শেষ ম্যাচে। আজ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত।
মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর রবীন্দ্র জাডেজার নেতৃত্বে এবার আইপিএলে নিজেদের অভিযান শুরু করেছে সিএসকে। কিন্তু এখনও পর্যন্ত পাঁচ ম্য়াচ খেলে মাত্র একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই। শুরুটা একদমই ভাল হয়নি তাঁদের। তবে শেষ ম্যাচে জয় পেয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সিএসকে। দলের মিডল অর্ডারে শিভম দুবে ও ওপেনিংয়ে রবিন উথাপ্পার ফর্ম দলকে ভরসা জোগাচ্ছে প্রতি ম্য়াচেই।
টানা ২ ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেন হার্দিক পাণ্ড্য। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার্দিক ৫২ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৪টে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। মিলার ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
GT vs CSK Live: চেন্নাইকে ৩ উইকেটে হারাল গুজরাত
২১ বলে ৪০ রান করে আউট হলেন রশিদ খান। তাঁর ও ডেভিড মিলারের অবিশ্বাস্য পাওয়ার হিটিং। ৫১ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন মিলার। ১ বল বাকি থাকতে তিন উইকেটে জয়ী গুজরাত।
GT vs CSK Live: এক ওভারে উঠল ২৫ রান
১৮তম ওভারে ক্রিস জর্ডানকে ৩ ছক্কা ও একটি চার মেরে ২৫ রান তুললেন রশিদ খান। শেষ ২ ওভারে ২৫ রান চাই গুজরাতের।
GT vs CSK Live: ম্যাচ জিততে ৩৪ বলে ৬৯ চাই গুজরাতের
১৪ বলে ৬ রান করে ফিরলেন রাহুল তেওয়াটিয়া। তবে হাফসেঞ্চুরি ডেভিড মিলারের। ম্যাচ জিততে ৩৪ বলে ৬৯ চাই গুজরাতের।
GT vs CSK Live: রান পেলেন না ঋদ্ধিমান
রান পেলেন না ঋদ্ধিমান সাহা। ১৮ বলে ফিরলেন মাত্র ১১ রান করে।
GT vs CSK Live Updates: ৭ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ৪৫/৩
৭ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ৪৫/৩।