GT vs LSG: গিলের মন্থর অর্ধশতরান, লখনউয়ের বিরুদ্ধে ১৪৪ স্কোরবোর্ডে তুলল গুজরাত
GT vs LSG 1st Innings Highlights: প্লে অফের দৌড় সবার আগে রয়েছে তারা। আজ আইপিএলের ২২ গজে মুখোমুখি হয়েছে লখনউ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স (Gujrat Titans)।
পুণে: এবারের আইপিএলের নতুন ২ দল। পয়েন্ট টেবিলের প্রথম দুটো স্থানে থাকা দুটো দলের লড়াই। প্লে অফের দৌড় সবার আগে রয়েছে তারা। আজ আইপিএলের ২২ গজে মুখোমুখি হয়েছে লখনউ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স। যে জিতবে তারাই প্রথম দল হিসেবে এবারের আইপিএলের প্লে অফে জায়গা করে নেবে পাকাপাকিভাবে। এদিন প্রথমে ব্যাট করে বোর্ডে ১৪৪ তুলে নিল হার্দিক পাণ্ড্য়র দল। মন্থর অর্ধশতরান করলেন শুভমন গিল। কৃপণ বোলিং লখনউয়ের বোলারদের।
গিলের অপরাজিত ৬৩, লখনউয়ের ১৪৪
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ঋদ্ধি, গিল জুটি এদিনও নেমেছিলেন ওপেনিংয়ে। কিন্তু আগের ম্যাচগুলোর মতো এদিন দিনটা ভাল ছিল না পাপালির। মাত্র ৫ রান করে মহসিনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ম্যাথু ওয়েড ও হার্দিক পাণ্ড্যও। প্রথম জন ১০ ও গুজরাত অধিনায়ক ১১ রান করে ফিরে যান। তবে এরপর ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন শুভমন গিল। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত টিকেও ছিলেন। আইপিএলে নিজের ১৪ তম অর্ধশতরান হাঁকালেন গিল। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাবের এই তরুণ ব্যাটার। মিলার ২৬ রান করে ফিরে যান হোল্ডারের শিকার হয়ে। শেষ দিকে ১৬ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া।
লখনউয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার আবেশ খান। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট তুলে নেন মহসিন খান। এছাড়া ৪ ওভারে ৪১ রান দিলেও ১ উইকেট তুলে নেন জেসন হোল্ডার। আগের বার ২ দলের সাক্ষাতে জয় হাসিল করে নিয়েছিল গুজরাত টাইটান্স। এবার লখনউয়ের সামনে প্রতিশোধ নেওয়ার পালা।