Hardik Pandya: হার্দিককে নিয়ে বড় খবর, আইপিএল শুরুর আগে আশায় ভক্তরা
IPL 2022: আইপিএল (IPL) শুরুর আগে খুশি নতুন দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ভক্তরা। কারণ, দীর্ঘদিনের উদ্বেগমুক্তি ঘটিয়ে নেটে বোলিং শুরু করে দিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
![Hardik Pandya: হার্দিককে নিয়ে বড় খবর, আইপিএল শুরুর আগে আশায় ভক্তরা Hardik Pandya bowls at NCA, passes Yo-Yo test with flying colours as he gets ready for IPL Hardik Pandya: হার্দিককে নিয়ে বড় খবর, আইপিএল শুরুর আগে আশায় ভক্তরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/17/b57cb36ab33c55b14c007c18d4fadae1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: আইপিএল (IPL) শুরুর আগে খুশি নতুন দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ভক্তরা। কারণ, দীর্ঘদিনের উদ্বেগমুক্তি ঘটিয়ে নেটে বোলিং শুরু করে দিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। যাঁকে অধিনায়ক করে আইপিএল জয়ের স্বপ্ন দেখছে গুজরাত টাইটান্স।
শুধু বোলিং শুরু করাই নয়, ইয়ো ইয়ো টেস্টেও খুব ভাল ফল করেছেন হার্দিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, 'যারা চোট সারিয়ে ফিরছে, তাদের জন্যই ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। ও (হার্দিক পাণ্ড্য) দলের সম্পদ আর ওর বর্তমান ফিটনেসের হদিশ পেতেই এই পরীক্ষা করা হয়েছিল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ওর বোলিং করার কথা ছিল না কিন্তু ও দীর্ঘক্ষণ বোলিং করেছে আর ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিতে বল করেছে।'
তাঁর ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আইপিএল শুরুর ঠিক আগে নতুন করে উদ্বেগ বাড়ালেন পৃথ্বী শ (Prithvi Shaw)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তারকার রিহ্যাব চলছিল বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)। সেখানে তিনি ফিটনেস টেস্টে হতশ্রী পারফরম্যান্স করেছে বলে খবর।
জানা গিয়েছে, ইয়ো ইয়ো টেস্টে জঘন্য পারফর্ম করেছেন পৃথ্বী (পৃথ্বী শ)। ইয়ো ইয়ো টেস্টকে এখন ক্রিকেটারদের ফিটনেসের মাপকাঠি হিসাবে ভীষণ গুরুত্ব দেয় বোর্ড। পুরুষ ক্রিকেটারদের জন্য যে পরীক্ষায় পাশ করার মাপকাঠি নির্ধারিত করা হয়েছে ১৬.৫। জানা গিয়েছে, এনসিএ-তে ফিটনেস টেস্টের সময় ইয়ো ইয়োতে পৃথ্বী ১৫ করেছেন।
সংবাদসংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, 'এর মানে এই নয় যে, পৃথ্বীর আইপিএল খেলা আটকে যাবে। ও পরপর তিনটি রঞ্জি ম্যাচ খেলেছে। পরপর ম্যাচ খেললে ক্লান্তি আসেই ।'
তবে আইপিএল শুরুর আগে দিল্লি শিবির যে পৃথ্বীর ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় থাকবে, বলার অপেক্ষা রাখে না ।
আইপিএলের আগে উদ্বেগে দিল্লি শিবির, ফিটনেস টেস্টে হতশ্রী ফল তারকা ব্যাটারের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)